মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

গায়ক থেকে খলনায়ক

গায়ক থেকে খলনায়ক

‘আমি আপাদমস্তক একজন গানের মানুষ। এটাই আমার প্রথম ও শেষ পরিচয়। অভিনয়ের ইচ্ছা আমার কখনোই ছিল না। তবে বড় পর্দায় নিজেকে দেখার ব্যাপারটি নিয়েও আমি উচ্ছ্বসিত।’ কালবেলার সঙ্গে আলাপকালে নিজের প্রথম সিনেমায় অভিনয়ের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন ব্যান্ডশিল্পী পান্থ কানাই।

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম পান্থ কানাই। নব্বই দশক থেকে ইন্ডাস্ট্রিতে দাপুটে উপস্থিতি তার। এবার প্রথমবারের মতো রুপালি পর্দায় দেখা যাবে এ শিল্পীকে। সিনেমার নাম ‘ফাতিমা’। এটি নির্মাণ করেছেন ধ্রুব হাসান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন পান্থ কানাই। তার চরিত্রের নাম ‘আনোয়ার’।

শুরুতেই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানান কানাই। বলেন, ‘ধ্রুব আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। বছর তিনেক আগে হঠাৎ ও আমাকে কল দিয়ে সিনেমার কথা বলে। আমি মনে করেছি গানের জন্যই হয়তো ও আমাকে ডাকছে। কিন্তু ও অভিনয়ের প্রস্তাব দেয়, যা শুনে আমি রীতিমতো চমকে যাই। একে তো আমি সারা জীবন গানটাই করতে চেয়েছি, অভিনয় নিয়ে কখনো স্বপ্নেও ভাবিনি। এরপর আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়। কিন্তু সে সময় কোক স্টুডিও বাংলা নিয়ে আমার এতটাই ব্যস্ততা যে, স্ক্রিপটও খুলে দেখিনি। তারপর ধ্রুবর অনুরোধে কাজটি করতে সম্মত হলাম। বাধল আরেক জটিলতা।’

শেষ মুহূর্তেও কাজটি করতে রাজি ছিলেন না পান্থ কানাই। শুটিং শুরুর আগের দিনও নির্মাতাকে অনুরোধ করেছিলেন তাকে বাদ দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কাজটি করেন। এখন অপেক্ষা করছেন বড় পর্দায় নিজেকে দেখার। এ বিষয়ে পান্থ আরও বলেন, ‘আমি যখন স্ক্রিপটি খুলি তখন দেখি বিশাল এক গল্প। কিন্তু আমার বড় সমস্যা হচ্ছে, কোনো কিছুই আমি মুখস্থ করতে পারি না। তাই শুটিং শুরুর আগের দিন আমি ধ্রুবর কাছে গিয়ে অনুরোধ করি আমাকে না নেওয়ার জন্য। ও কিছুতেই রাজি ছিল না। তারপর বুকে সাহস নিয়ে কাজটি করে ফেলি। এখন অপেক্ষায় আছি বড় পর্দায় নিজেকে দেখার। এক্সাইটমেন্ট কাজ করছে। সিনেমায় আমার চরিত্র অল্প হলেও, বড় পর্দায় নিজেকে দেখার উত্তেজনা শুটিং শেষ হওয়ার পর থেকেই আমার মধ্যে বিরাজ করছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি, গায়ক থেকে খলনায়ক রূপে কেমন লাগবে, তা দেখতে। তবে আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই।’

বর্তমানে পান্থ কানাই ব্যস্ত আছেন বেশ কিছু স্টেজ শো নিয়ে। ২৪ মে মুক্তি পাবে ‘ফাতিমা’। পান্থ কানাই ও ফারিণ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে এবিএম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে কুর্দিশ নেতার ফোনালাপ

বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির না হলে ব্যবস্থা

ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে মরহুম ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিপুন রায়ের

ত্রয়োদশ সংসদ নির্বাচন / সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রার্থীকে বললেন নির্বাচন কমিশনার / ‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’

১০

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

১১

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

১৩

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

১৪

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

১৫

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

১৬

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৭

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

১৮

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

১৯

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

২০
X