মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

গায়ক থেকে খলনায়ক

গায়ক থেকে খলনায়ক

‘আমি আপাদমস্তক একজন গানের মানুষ। এটাই আমার প্রথম ও শেষ পরিচয়। অভিনয়ের ইচ্ছা আমার কখনোই ছিল না। তবে বড় পর্দায় নিজেকে দেখার ব্যাপারটি নিয়েও আমি উচ্ছ্বসিত।’ কালবেলার সঙ্গে আলাপকালে নিজের প্রথম সিনেমায় অভিনয়ের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন ব্যান্ডশিল্পী পান্থ কানাই।

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম পান্থ কানাই। নব্বই দশক থেকে ইন্ডাস্ট্রিতে দাপুটে উপস্থিতি তার। এবার প্রথমবারের মতো রুপালি পর্দায় দেখা যাবে এ শিল্পীকে। সিনেমার নাম ‘ফাতিমা’। এটি নির্মাণ করেছেন ধ্রুব হাসান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন পান্থ কানাই। তার চরিত্রের নাম ‘আনোয়ার’।

শুরুতেই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানান কানাই। বলেন, ‘ধ্রুব আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। বছর তিনেক আগে হঠাৎ ও আমাকে কল দিয়ে সিনেমার কথা বলে। আমি মনে করেছি গানের জন্যই হয়তো ও আমাকে ডাকছে। কিন্তু ও অভিনয়ের প্রস্তাব দেয়, যা শুনে আমি রীতিমতো চমকে যাই। একে তো আমি সারা জীবন গানটাই করতে চেয়েছি, অভিনয় নিয়ে কখনো স্বপ্নেও ভাবিনি। এরপর আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়। কিন্তু সে সময় কোক স্টুডিও বাংলা নিয়ে আমার এতটাই ব্যস্ততা যে, স্ক্রিপটও খুলে দেখিনি। তারপর ধ্রুবর অনুরোধে কাজটি করতে সম্মত হলাম। বাধল আরেক জটিলতা।’

শেষ মুহূর্তেও কাজটি করতে রাজি ছিলেন না পান্থ কানাই। শুটিং শুরুর আগের দিনও নির্মাতাকে অনুরোধ করেছিলেন তাকে বাদ দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কাজটি করেন। এখন অপেক্ষা করছেন বড় পর্দায় নিজেকে দেখার। এ বিষয়ে পান্থ আরও বলেন, ‘আমি যখন স্ক্রিপটি খুলি তখন দেখি বিশাল এক গল্প। কিন্তু আমার বড় সমস্যা হচ্ছে, কোনো কিছুই আমি মুখস্থ করতে পারি না। তাই শুটিং শুরুর আগের দিন আমি ধ্রুবর কাছে গিয়ে অনুরোধ করি আমাকে না নেওয়ার জন্য। ও কিছুতেই রাজি ছিল না। তারপর বুকে সাহস নিয়ে কাজটি করে ফেলি। এখন অপেক্ষায় আছি বড় পর্দায় নিজেকে দেখার। এক্সাইটমেন্ট কাজ করছে। সিনেমায় আমার চরিত্র অল্প হলেও, বড় পর্দায় নিজেকে দেখার উত্তেজনা শুটিং শেষ হওয়ার পর থেকেই আমার মধ্যে বিরাজ করছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি, গায়ক থেকে খলনায়ক রূপে কেমন লাগবে, তা দেখতে। তবে আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই।’

বর্তমানে পান্থ কানাই ব্যস্ত আছেন বেশ কিছু স্টেজ শো নিয়ে। ২৪ মে মুক্তি পাবে ‘ফাতিমা’। পান্থ কানাই ও ফারিণ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে এবিএম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা বিএনপির

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ : ইশরাক হোসেন

পুরস্কার ভাগাভাগি নিয়ে মাচাদোকে নোবেল ফাউন্ডেশনের বার্তা

নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জাইমা রহমান

জম্মু কাশ্মীরে গোলাগুলি, ভারতের ৭ সেনা আহত

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ, ইসির কড়া বার্তা

১০

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

১১

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার

১২

যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক

১৩

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি

১৪

মাদকবিরোধী তৎপরতায় খেলাধুলা চমৎকার উপাদান : জহির উদ্দিন

১৫

নতুন মানচিত্রে অ্যান্টার্কটিকার বরফের নিচের অজানা পৃথিবী উন্মোচিত

১৬

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

১৭

৮১ ঘণ্টা পর শোকজের জবাব দিলেন নাজমুল

১৮

ওপরে তুলেই নিচে নামিয়েন না, কাদের বললেন হৃদয়?

১৯

ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চায়

২০
X