শিবলী আহমেদ
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০৬:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ‘কায়ি’ ভক্তদের যা বলে গেলেন ‘উসমান বে’

বাংলাদেশের ‘কায়ি’ ভক্তদের যা বলে গেলেন ‘উসমান বে’

রণসাজে এগিয়ে চলেছেন সুলতান সুলেমান। সঙ্গে তার বিশ্বস্ত সহচর, বাল্যবন্ধু ও সাম্রাজ্যের উজিরে আজম ইব্রাহিম পাশা। চারদিকে কড়া নজর রাখছেন উজির। তখনই আকস্মিকভাবে ছদ্মবেশে আক্রমণ করে বসে নাইট যোদ্ধারা। তাদের ছোড়া তীর এসে বিঁধে সুলতানের গায়ে। মাটিতে লুটিয়ে পড়েন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে সফল শাসক। দিশেহারা হয়ে পড়েন ইব্রাহিম পাশা। এই বুঝি নিভে যায় উসমানীয় সাম্রোজ্যের দীপশিখা। কিন্তু না, সঠিক সময়ে নাঙ্গা তলোয়ার হাতে ঘটনাস্থলে হাজির হন এক মহানায়ক। নাম তার ‘মালকোচগ্লু’, পদবি ‘বালি বে’। সে যাত্রায় প্রাণ বাঁচে সুলতানের। তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমানে মালকোচগ্লু চরিত্রে অভিনয় করে এভাবেই দর্শকের করতালি লুফে নেন তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিট। তবে তুর্কি আরেক ধারাবাহিক কুরুলুস উসমান-এ ‘উসমান’ চরিত্রে অভিনয় করে পুরো বিশ্বের নজর কাড়েন তিনি।

কায়ি বীর আর্তুগ্রুল গাজীর যোগ্য উত্তরসূরি উসমান। বাবার মতোই বীরত্বের অধিকারী এই যোদ্ধা ছিলেন উসমানিয় রাজবংশের প্রতিষ্ঠাতা। যুদ্ধ ও কৌশলে তার কাছে নতজানু হয়েছিল শত্রু বাহিনী। গুঁড়িয়ে পড়েছিল দুর্ভেদ্য দুর্গগুলো। উসমানীয় সাম্রাজ্যের সেই সোনালী ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত ধারাবাহিক কুরুলুস উসমানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা বুরাক। বিশ্বের মানুষ এখন তাকে ‘উসমান বে’ হিসেবেই পছন্দ করে। তুমুল জনপ্রিয় এই অভিনেতা গত রোববার রাজধানীতে ভক্তদের সঙ্গে দেখা করেন। তাকে এক নজর দেখতে গুলশানে উঠেছিল মানুষের জোয়ার। অনেকের হাতে ছিল কায়ি নিশানও।

বাংলাদেশে নিজের এত ভক্ত আছে, সেটা হয়তো বিশ্বাস করতে পারেননি অভিনেতা বুরাক। তাইতো র‌্যাডিসন ব্লুতে হাজির হয়ে নিজের আবেগ উপচে দিয়ে উসমান বে খ্যাত এই অভিনেতা জানিয়েছেন, তিনি পাকিস্তান গিয়েছেন, ভারতও ঘুরেছেন, তবে বাংলাদেশের মতো এত ভক্ত কোথাও দেখেননি।’

পর্দায় লম্বা জামা পরা, কাঁধে পশমি চাদর ঝোলানো, ঘোড়ায় চড়া কায়ি নেতা উসমান বেকে এবার একেবারেই সাধারণ পোশাকে দেখলেন বাংলাদেশের দর্শক। এদিন লাল শেডের একটি জামা পরে উপস্থিত হন অভিনেতা বুরাক। ভক্তদের প্রতি উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে জানিয়েছেন, বাংলাদেশে এসে এমন ভালোবাসা পেয়ে তিনি সত্যিই অভিভূত।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে গত শুক্রবার ঢাকায় আসেন বুরাক। প্রিয় অভিনেতার আসার খবরে তুর্কি সিরিজপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস বিরাজ করছিল। তুরস্কের নামকরা অভিনেতা ছাড়াও তিনি সেদেশের একজন মডেল। তবে উসমান বে হিসেবেই একনামে তাকে চেনেন সবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

১০

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

১২

যেসব আসন পেয়েছে এনসিপি 

১৩

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১৪

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১৫

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১৬

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৮

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৯

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

২০
X