কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ বইয়ের প্রকাশনা উৎসব 

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ বইয়ের প্রকাশনা উৎসব। ছবি : সংগৃহীত
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ বইয়ের প্রকাশনা উৎসব। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সেই দর্শন, লক্ষ্য উঠে এসেছে ‘শেখ হাসিনার দর্শন ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ বইয়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্টজনরা এ মন্তব্য করেন।

বাংলা অ্যাকাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হয় এ প্রকাশনা উৎসব। বইটি প্রকাশ করেছে বেঙ্গল বুকস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। মানুষের ভাত-কাপড়, চিকিৎসার সঙ্গে ভোটের অধিকার প্রয়োজন সেই দর্শন তিনি তৈরি করেছিলেন। তার দর্শনে ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক দুটি দিক।

তিনি আরও বলেন, বাবার দেখানো পথে হেঁটেই যোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লেখক এ কে আব্দুল মোমেন বলেন, শুধু দর্শন থাকলেই হয় না, দক্ষ নেতৃত্ব প্রয়োজন হয় রাষ্ট্র পরিচালনার জন্য। এর দুটোই আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী কোনোকিছু হাতে নিলে শক্ত হাতে নেন উল্লেখ করেন তিনি।

জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের উদাহরণ দেন তিনি। সেইসঙ্গে ১৫ বছর স্থিতিশীলভাবে ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রী উন্নয়ন কাজকে অভাবনীয় পর্যায়ে পৌঁছে দিতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল বুকসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান। এ ছাড়া বেঙ্গল বুকস নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রকল্পপ্রধান আজহার ফরহাদ।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন নিয়ে কথা বলতে গেলে প্রাসঙ্গিকভাবেই চলে আসে বঙ্গবন্ধুর কথা। বইটি সময়ের ফুট প্রিন্ট উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনার বিভিন্ন উদাহরণ দেন।

‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এই বইটিতে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের লেখা ২১টি প্রবন্ধ সংকলিত হয়েছে। লেখক শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতির নানা তথ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের নানা বিষয়ও উঠে এসেছে। লেখকের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা স্মৃতির কথাও বলা হয়েছে বইটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আসছে বাহুবলি: দ্য এপিক

১০

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১১

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

১২

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

১৩

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

১৪

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

১৫

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

১৬

বাগদান সারলেন টেইলর সুইফট

১৭

ফের চটলেন আলিয়া

১৮

সৌম্যের ব্যাটে তাণ্ডব, কিপটে মুস্তাফিজ : প্রস্তুতি ম্যাচে কে কেমন করলেন

১৯

সুহানার ছবিতে শাহরুখের মন্তব্য, সরগরম নেটদুনিয়া

২০
X