কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

বাঁয়ে বিল্লাহ, ডানে মোস্তফা। ছবি : সংগৃহীত
বাঁয়ে বিল্লাহ, ডানে মোস্তফা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নীল দল। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন।

সভাপতি পদে নির্বাচিত অতিরিক্ত পরিচালক বিল্লাহ কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কর্মরত আছেন। তিনি ২০০৬ সালে সহকারী পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত যুগ্ম পরিচালক মোস্তফা বর্তমানে ব্যাংকিং রেগুলেশন্স এন্ড পলিসি ডিপার্টমেন্ট এ কর্মরত। তিনি ২০১১ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। বিল্লাহ ও শ্রাবণ পূর্ববর্তী কাউন্সিলে যথাক্রমে সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ ব্যাংকের ১ম শ্রেণির কর্মকর্তারা (সহকারী পরিচালক হতে নির্বাহী পরিচালক) এই সংগঠনের সদস্য। সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে প্রতি দুই বছর পরপর এই সংগঠনের প্রতিটি পদের জন্য পৃথকভাবে নেতৃত্ব নির্বাচন করা হয়। তবে বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা নীল, হলুদ ও সবুজ বিভিন্ন প্যানেলে বিভাজন হয়ে এই বিভিন্ন পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে।

নির্বাচনে নীল দল সহ-সভাপতি, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর ও সদস্যসহ মোট নয়টি পদে জয়লাভ করে। অপর দিকে কেন্দ্রীয় ব্যাংকের অপর বৃহত্তম দল হলুদ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও ৩ টি সদস্যসহ মোট ৫ টি পদে জয়লাভ করেছে। নবগঠিত সবুজ দল ১টি সহ-সভাপতি পদে জয়লাভ করেছে।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন সহ-সভাপতি যুগ্ম পরিচালক তানভির আহমেদ, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী (সবুজ দল), সহ-সম্পাদক যুগ্ম পরিচালক এ ইউ এম মান্না ভূইয়া ও যুগ্ম পরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ যুগ্ম পরিচালক আফসানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ (হলুদ দল), দফতর সম্পাদক সাগর সরকার, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম (হলুদ দল)।

এ ছাড়াও নীল দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন, সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ও সহকারী পরিচালক প্রণয় রায় শুভ। হলুদ দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালক শাহরিয়ার রহমান সামস, উপ পরিচালক সাবিকুন নাহার শিরিন এবং সহকারী পরিচালক আবিদ আলী মোগল।

ইতোমধ্যে পূর্ববর্তী কাউন্সিল কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ সায়ত্ত্বশাসনের ও সংস্কারের জন্য গভর্নর এর নিকট দাবি জানিয়েছে। নতুন নির্বাচিত কাউন্সিল কেন্দ্রীয় ব্যাংক সংস্কার ও পূর্নাঙ্গ সায়ত্ত্বশাসনের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

পিকে হালদারের সহযোগী তাজবীরের জামিন

চট্টগ্রামে মিলল বিপুল জাল টাকা

পেনাল্টিতে গোল হজম করে বিরতিতে হামজারা

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯ জেলায় বৃষ্টির আভাস

মিরপুরের আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

নভেম্বরে গণভোট চাওয়াদের কোনো মাস্টারপ্ল্যান আছে কিনা, প্রশ্ন রিজভীর

ফ্রান্সে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব

শাপলা প্রতীক না পাওয়ার প্রশ্নে যা বললেন সারজিস আলম

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

১০

ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী

১১

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

১২

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

১৩

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

১৪

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

১৫

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

১৬

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন  / বেবী নাজনীন, পূর্ণিমা এবং কাজী জেসিন

১৭

শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

১৮

টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

১৯

সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৫০২ প্রাণ

২০
X