কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সংকট উত্তরণে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব হিন্দু নেতাদের

পরিবার দিবস উদযাপন
মহানগর সর্বজনীন পূজা কমিটির অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
মহানগর সর্বজনীন পূজা কমিটির অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

জুলাই-আগস্টে বৈষম্যের বিরুদ্ধে দেশে গণবিপ্লব সংঘটিত হলেও সেই বৈষম্য এখনো দূরীভূত হয়নি বলে মন্তব্য করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্যাতন-নিপীড়ন ও বৈষম্যের শিকার। এই সংকট উত্তরণে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। বঞ্চনা-বৈষম্যের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সোচ্চার হতে হবে।

শনিবার (৮ মার্চ) ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর পরিবার দিবসের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ বলেন, মহানগর পরিবার দিবস উদযাপন, এটি একটি অভিনব পরিকল্পনা। এ দিনটিতে ঢাকেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের পরিবারগুলোকে আরও ঐক্যবদ্ধ করেন এবং সেই ঐক্যের পরিসর যেন বৃদ্ধি করেন।

জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠের অধ্যক্ষ কান্তিবন্ধু ব্রহ্মচারী বলেন, আজ (শনিবার) আন্তর্জাতিক নারী দিবস। আমি বলব, নারীর প্রতি বেশি সম্মান দেখিয়েছে হিন্দু সম্প্রদায়। আমরা যত পূজা করি, তার মধ্যে দেবীর সংখ্যা বেশি, দেবতার সংখ্যা কম। নারীদের অসম্মান করাটা অত্যন্ত দূষণীয় বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অপার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আন্দোলনের সফলতাকে আজ কলুষিত করা হচ্ছে। হিন্দু সম্প্রদায় আজ পদে পদে বৈষম্যের শিকার, নির্যাতনের শিকার। তাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হচ্ছে, যেগুলো মিথ্যা মামলা। হিন্দু সম্প্রদায়ের লোকজন আজ পালিয়ে বেড়াচ্ছে। তাদের অনেকে বাড়িঘরে থাকতে পারছেন না। মিডিয়া, প্রশাসনসহ বিভিন্ন জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অপসারণ করা হচ্ছে। শিক্ষকরা আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, আমরা সবাই এক পরিবার। আমরাও তাই মনে করি।

তিনি আরও বলেন, আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি। পরিবার-পরিজন নিয়ে আমরা এ দেশে থাকতে চাই, এ দেশেই আমরা থাকব। এখন থেকে অত্যাচার-নির্যাতন, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সোচ্চার হতে হবে।

জুলাই বিপ্লবে হিন্দু সম্প্রদায়ের লোকও অংশীদার ছিল উল্লেখ করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার বলেন, ক্ষমতার জন্য শেখ হাসিনা দীর্ঘদিন ধরে এ দেশের হিন্দুদের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করেছেন। এখন থেকে কাউকে আর হিন্দুদের নিয়ে ট্রাম্পকার্ড খেলতে দেওয়া হবে না।

মহানগর সর্বজনীন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, মহানগর সর্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি বি এম চ্যাটার্জি, পূজা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য সুবল সাহা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা আজ মহাসংকটকাল অতিক্রম করছি। ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট হয়েছে। এখন চলছে নীরব চাঁদাবাজি। সংকট উত্তরণে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আজ ভালো নেই। তারপরও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমরা ভেবেছিলাম, এবার পরিবর্তন আসবে। কিন্তু এবারও আমরা বৈষম্য, নির্যাতনের শিকার। একটা কথা মনে রাখতে হবে, হিন্দু সম্প্রদায়কে বাদ দিয়ে দেশের অগ্রগতি হবে না।

অনুষ্ঠানে এবিসি গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র ঘোষকে এই বছর গুণীজন সম্মাননা দেওয়া হয়। এ সময় নিম চন্দ্র ভৌমিক, জে এল ভৌমিক, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মিলন কান্তি দত্ত, জয়ন্ত সেন দিপু, নারায়ণ সাহা মনি, বাবুল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহানগর পরিবার দিবস উদযাপিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১০

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১১

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১২

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৩

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৪

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৫

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৬

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৯

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

২০
X