রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
জাতীয় ঐকমত্য কমিশন
ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল সাড়ে ১০টায় জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা।
গণঅধিকার পরিষদের কর্মসূচি
ঢাকা মেডিকেলের বাগান গেটে দুপুর ১২টায় নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন। এতে উপস্থিত থাকবেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
এনডিপির কর্মসূচি
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় মালিবাগ মৌচাক টাওয়ার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালি।
বিএনপির কর্মসূচি
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনায় সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ ছাড়া বেলা ১১টায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় ১২ দলীয় জোট সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্তব্য করুন