বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এই মোহ একদিন গ্রাস করবে স্রষ্টাদের: মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী । ছবি : সংগৃহীত
মনোজ বাজপেয়ী । ছবি : সংগৃহীত

খেপে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী। বক্স অফিসের সাফল্যের দাপটকে সরাসরি ‘দানব’ আখ্যা দিলেন তিনি। অভিনেতার দাবি, এই মোহ একদিন নিজেই ধ্বংস ডেকে আনবে, গ্রাস করবে স্রষ্টাদের স্বপ্ন ও সৃজনশীলতা। মনোজের এই তির্যক মন্তব্য যেন নতুন করে প্রশ্ন ছুড়ে দিল বি-টাউনে। সিনেমা কি কেবল টাকার খেলা, নাকি শিল্পের প্রকাশ?

বর্তমানে মনোজ বাজপেয়ী রাম রেড্ডি পরিচালিত ‘জুগনুমা’ ছবির মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি চলতি মাসে ভারতে মুক্তি পেতে চলেছে।

এই মুক্তির আগে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ভারতের স্বতন্ত্র সিনেমার বর্তমান অবস্থা এবং বক্স অফিসকেন্দ্রিক নতুন মোহ নিয়ে কথা বলেন। মনোজ বলেন, ‘এটা এমন একটা দানব, যেটা তৈরি করেছেন বাণিজ্যিক প্রযোজকরা নিজেদের স্বার্থে। খুব শিগগিরই এই দানবই তাদের ধ্বংস করবে।‘

তিনি আরও বলেন, ‘তোমরা নিজেরাই ‘ভস্মাসুর’ তৈরি করেছ। শুধু অপেক্ষা করো, যেদিন তোমরা নিজের মাথায় নিজে হাত রাখবে, তখনই সব শেষ হয়ে যাবে। এই দানব যাদের সফল মানুষ তৈরি করে, একদিন তাদেরকেই গ্রাস করবে।’ মনোজের কথায়, বক্স অফিস সাফল্যকে সিনেমার গুণমানের সঙ্গে তুলনা করাটা, ছোট ও স্বতন্ত্র চলচ্চিত্রগুলোর ক্ষতি করেছে, কারণ কম আয়ের ছবি মানেই এখন খারাপ সিনেমা বলে ধরে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,ছোট, স্বাধীন সিনেমাগুলো সবসময়ই সংগ্রাম করে। তারপর একটা সময় এলো, যখন ওটিটি প্ল্যাটফর্মগুলো দেশে ঢুকেছে, তখন তারা স্বাগত জানিয়েছিল। কিন্তু খুব দ্রুত তারা তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলল এবং সবকিছুই মূলধারার বিষয়বস্তু আর তারকাদের ঘিরে ঘুরতে লাগল। '

‘এটা দেখে দুঃখ লাগে, কারণ আমি মনে করি, যদি আপনি স্বাধীন সিনেমার আন্দোলন শেষ করে দেন, তা হলে সিনেমা একটা পণ্য ছাড়া আর কিছুই থাকবে না। যদি আর্ট বাদ যায়, তার আর কোনও মূল্য থাকবে না’, বলেন মনোজ।

তিনি অমিতাভ বচ্চনের উদাহরণ দেন, যিনি তার সুপারস্টারডমের শীর্ষে থেকেও ছোট বাজেটের ছবিতে অভিনয় করেছেন। মনোজ বলেন, বচ্চন সাহেবও দুর্দান্ত কিছু ছোট ছবি করেছেন, যেমন ‘অভিমান’, ‘মিলি’সহ আরও অনেক সিনেমা। শুধু ‘ডন’-এর মতো ছবি দেখতে দেখতে এক সময় বিরক্ত লাগবে। তিনি আজকের ‘বচ্চন’ হয়েছেন তার আগের কাজগুলোর জন্যও’ ।

এদিকে ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ে মনোজ বলেন, যারা এখন ভারতের বিনোদন জগতের বড় একটা অংশ দখল করে আছে, কিন্তু তারাও এখন বাণিজ্যিক চাপে নতি স্বীকার করেছে বলে মনে হয়’।

তার কথায়, যারা বাণিজ্যিক ছবি বানাতে বা কিনতে আগ্রহী, তারা জানে এটা একরকম জুয়া। এটা প্রায়শই কাজে দেয় না। প্রযোজক আর ওটিটিরা এখন সেই ছবিতে টাকা ঢালতে আগ্রহী, যেখানে লাভটা বড় হতে পারে। কিন্তু বেশিরভাগ সময়ই এই বিষয়টা কাজ করে না, কেবল কিছু ভাগ্যবান লোকের জন্যই এটা ফল দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি?

প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

ভারতে আদালতে তোলা হলো বাংলাদেশি যুবককে

ট্রাম্পের হুঁশিয়ারি, শত শত মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

বিসিবির কার্যক্রমে হতাশ হয়ে পাঁচ দফা দাবি মিঠুন-মিরাজদের

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা

ঢাকাসহ যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধিদল, আলোচনা হবে যে ইস্যুতে

১০

ছাগল ধরতে নিচে নামে হিমালয়ান শকুন

১১

চাকরি দিচ্ছে নগদ, থাকছে না বয়সসীমা

১২

শিক্ষিকার ঘরে নিখোঁজ মা-মেয়ের লাশ, যে তথ্য দিল পুলিশ

১৩

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

১৪

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

১৫

শাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৮ দফা ইশতেহার

১৬

বিপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা, কবে কার ম্যাচ

১৭

১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকলেও আসন পায়নি যে ২ দল 

১৮

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী 

১৯

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

২০
X