কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনিস্টার প্যাভিলিয়নে অফারের ছড়াছড়ি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর বসেছে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। জানুয়ারির ১ তারিখ শুরু হওয়ার পর শেষ সময়ে পণ্য বেচাকেনার হিড়িক পরেছে নানা অফার ও মূল্যছাড়ে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অন্যতম আকর্ষণ হিসেবে ক্রেতাদের মন জয় করেছে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের প্রিমিয়াম প্যাভিলিয়ন (প্যাভিলিয়ন নং : PS:37, GS: 38 & 39 ( Hall - A)। অত্যাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় ডিজাইন ও কালারের ইলেকট্রনিক্স হোম এপ্লায়েন্স পণ্যের বিশাল সমাহার নিয়ে হাজির হয়েছে মিনিস্টার। মিনিস্টারের প্যাভিলিয়নে প্রতিদিনই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

মেলায় আগত ক্রেতাদের জন্য মিনিস্টার দিচ্ছে ‘কোটিপতি হোন’ অফার। ‘কোটিপতি হোন’ অফারে বাণিজ্য মেলা কিংবা দেশের যেকোনো মিনিস্টার বিক্রয় কেন্দ্র থেকে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এ স্ক্র্যাচ কার্ডেই লুকিয়ে আছে কোটিপতি কিংবা লাখপতি হবার সুযোগসহ নানান চমক। এছাড়াও রয়েছে, একটির সঙ্গে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার। আকর্ষণীয় এ অফারগুলো পেতে সপ্তাহের ছুটির দিনসহ অন্যান্য দিনেও মিনিস্টার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।

মিনিস্টারের প্যাভিলিয়নে দেখা মিলছে সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স হোম এপ্লায়েন্স পণ্যগুলোর।

প্যাভিলিয়নের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে

টিভি : বাণিজ্য মেলায় মিনিস্টার নিয়ে এসেছে ২৪ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেলের স্মার্ট ও বেসিক টিভি। মেলায় মিনিস্টার টিভিতে চলছে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। মেলাতে মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭ হাজার ৯০০ টাকায় সাথে আকাশ ডিটিএইচ ফ্রি। মিনিস্টারের বেশ কিছু স্মার্ট টিভির মডেল গুলোতে রয়েছে QLED, 4K,অফিশিয়াল গুগল সার্টিফাইড এবং ফুল এইচডিসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি , যা দর্শকদের প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিচ্ছে।

ফ্রিজ : অত্যাধুনিক প্রযুক্তি এবং ৭৫ শতাংশ এনার্জি সেভিং সুবিধাসহ মিনিস্টার ফ্রিজ ক্রেতাদের বেশ আকর্ষণ করছে। মেলাতে রয়েছে মিনিস্টারের ১৬৫ লিটার থেকে ৬০০ লিটার ক্যাপাসিটির ফ্রিজ ও ফ্রিজার মডেল। মিনিস্টার ফ্রিজে চলছে ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। মিনিস্টার ৬০০ লিটারের ৬ ডোর ফ্রিজের শোরুম মূল্য ১,৫৪,৮৩৯ টাকা হলেও বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এই ফ্রিজটির অফার মূল্য ৫৫ শতাংশ ডিসকাউন্টে মাত্র ৭০ হাজার টাকা।

এয়ার কন্ডিশনার : ৭৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী এবং ইকো-ফ্রেন্ডলি মিনিস্টার এয়ার কন্ডিশনার মেলায় বিশেষ অফারে ৩০ শতাংশ মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে।

ওয়াশিং মেশিন : আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মিনিস্টার ওয়াশিং মেশিনে চলছে ৬ হাজার টাকা মূল্যছাড়। মিনিস্টারের ওয়াশিং মেশিন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছে।

মাইক্রোওয়েভ ওভেন : বাণিজ্য মেলাতে মিনিস্টার মাইক্রোওয়েভ ওভেনে চলছে ৫ হাজার টাকা মূল্যছাড়।

কিচেন এপ্লায়েন্স : মিনিস্টার রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, গ্রাইন্ডার, আয়রন এবং অন্যান্য পণ্যগুলোতেও মিলছে ৪৭ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়। বাণিজ্য মেলায় মিনিস্টার ৩ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ৩০৯০ টাকা এবং ২ দশমিক ৮ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ২,৬৯০ টাকা এছাড়াও উভয় রাইস কুকারে সঙ্গে থাকছে ১ হাজার টাকার গিফট বক্স ফ্রি। আকর্ষণীয় অফার, বিশেষ উপহার ক্রেতাদের মেলার মিনিস্টার প্যাভিলিয়নে ভিড় বাড়ানোর অন্যতম কারণ।

মিনিস্টার দিচ্ছে বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন থেকে ক্রয়কৃত পণ্যের মূল্যের মাত্র ২০ শতাংশ বুকিং মানি পরিশোধ করে নিকটস্থ মিনিস্টার শোরুম থেকে কিংবা ফ্রি হোম ডেলিভারি সুবিধায় ক্রয়কৃত পণ্য বুঝে নেওয়ার সুযোগ।

অফারটি সম্পর্কে প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া বলেন, ‘মিনিস্টার ইলেকট্রনিকস ব্র্যান্ড সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মিনিস্টার ‘কোটিপতি হোন’ অফারটি বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এবং একইসঙ্গে দেশব্যাপী মিনিস্টারের হাজারের অধিক নিজস্ব শোরুম ও ডিলার পয়েন্টে একযোগে চলমান আছে। মিনিস্টার ‘কোটিপতি হোন’ অফারে বেশ কয়েকজন লাখপতি বিজয়ী পেয়েছি এছাড়াও, ফ্রিজ, টিভি ফ্রিসহ অনেকেই নানান ধরনের লাখ লাখ টাকার উপহার পেয়েছেন।

আশা রাখছি খুব দ্রুত আমরা আমাদের কোটিপতির দেখা পেয়ে যাব। এ অফারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে, আমাদের সকল ধরণের ক্রেতাই এ অফারটিকে সাদরে গ্রহণ করেছেন। ’

তিনি বলেন, ‘মিনিস্টারের প্রতিটি পণ্য সর্বাধুনিক প্রযুক্তি এবং দৃষ্টিনন্দন ডিজাইনের সমন্বয়ে তৈরি। আমরা সবসময়ই চেষ্টা করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে সরবরাহ করতে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের জন্য গ্রাহকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার একটি চমৎকার সুযোগ। এই আয়োজন শুধু বিক্রির জন্য নয়, বরং গ্রাহকদের মধ্যে আমাদের ব্র্যান্ডের প্রতি আস্থা ও ভালোবাসা আরও গভীর করার জন্য।’

মেলায় উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিনিস্টারের পণ্য নিয়ে তাদের সন্তুষ্টি। মেলায় আগত এক ক্রেতা মো. রাশেদুল ইসলাম বলেন, ‘মিনিস্টারের পণ্য সবসময়ই মানসম্মত এবং দামেও সাশ্রয়ী। এবার মেলায় ছাড় পেয়ে আমি একটি স্মার্ট টিভি কিনলাম। সঙ্গে ফ্রি গিফট পেয়ে আমি খুব খুশি।’

আরেক ক্রেতা, আরিফা সুলতানা জানান, ‘এবার মেলায় ৫৫ শতাংশ মূল্যছাড় পেয়ে আমি আমার প্রয়োজনীয় একটি মিনিস্টার ফ্রিজ কিনেছি। ফ্রিজের ডিজাইন এবং এনার্জি সেভিং প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে। এছাড়াও ফ্রিজ কিনে একটি ফ্রি গিফট পেয়ে আমি অত্যন্ত খুশি ।’

মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের ‘কোটিপতি হোন’ সহ আকর্ষণীয় সব অফারগুলো পেতে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন নং : PS:37, GS: 38 & 39 ( Hall - A)

সর্বশেষ অফার বা যে কোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

গ্র্যান্ড স্ল্যামে প্রাইজ মানি বাড়ানোর আহ্বান জোকোভিচের

সবজির চড়া দামে বিপাকে সাধারণ মানুষ

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন

পাকিস্তানের বন্যায় নিহত ছাড়াল ৪০০

ছদ্মবেশে ছিনতাইচেষ্টা, হাতেনাতে আটক ৩ নারী

মোহাম্মদপুরের সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি 

২২৯ বল বাকি থাকতে ছেলেদের কাছে জ্যোতিদের হার

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই

১০

কবর জিয়ারত করলে বা সালাম দিলে মৃত ব্যক্তি কি টের পান

১১

আসন অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও

১২

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত : পররাষ্ট্র উপদেষ্টা

১৩

‘দৈত্যকায়’ ফুটবলার পাভেল : কে তিনি, কেন আলোচনায়

১৪

মুনিয়া আফরিনের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

১৫

কৃষক দলের সেক্রেটারি শহিদুলের কারামুক্তিতে বাধা নেই

১৬

বাড়বে ৯ নদীর পানি, ডুবতে পারে ৬ জেলার নিম্নাঞ্চল

১৭

৫১ বছর পর জানা গেল ছেলের হত্যাকারী বাবা, স্ত্রীও নিহত

১৮

ইসরায়েলি রাজনীতিকের ছবি গাজার যোদ্ধা বলে প্রচার, অতঃপর...

১৯

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদণ্ড

২০
X