কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানে সনি’র অফিসিয়াল স্টোর উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় অফার!

রাজধানীর গুলশানে সনি’র অফিসিয়াল স্টোর উদ্বোধন। সৌজন্য ছবি
রাজধানীর গুলশানে সনি’র অফিসিয়াল স্টোর উদ্বোধন। সৌজন্য ছবি

জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। শোরুমটি পরিচালনা করবে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)।

বুধবার (১৯ মার্চ) সকালে যৌথভাবে ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন ঘোষণা করেন স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনি’র ম্যানেজার ভিনসেন্ট টে এবং এক্সিকিউটিভ ভ্যালেরি জিঙ্গুয়ান ঊ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান এবং ইকো ব্যাটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনীর চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, গুলশানে অফিসিয়াল স্টোর চালু উপলক্ষ্যে সনি’র সব পণ্যে অত্যাকর্ষণীয় অফার পাচ্ছেন গ্রাহকেরা। এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০ জন গ্রাহক ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার ৫৫ ইঞ্চি সনি এক্সআর-৫৫এ৮০এল ওলেড টিভি নিতে পারছেন মাত্র ১ লাখ ৭০ হাজার টাকায়, ২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা মূল্যের কে-৬৫এস৩০ মডেলের টিভি মিলছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকায় এবং ৬ লাখ ৫ হাজার ৯০০ টাকার কে৮৫এস৩০ মডেলের ৮৫ ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র ৩ লাখ ৫০ হাজার টাকায়।

এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া সিরিজের গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা তো থাকছেই। আরও থাকছে মডেল-ভেদে টিভির সঙ্গে স্মার্ট ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, এয়ার কুলার ও রিচার্জেবল ফ্যান জিতে নেওয়ার সুযোগ।

গুলশানে সনি’র অফিসিয়াল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড বাংলাদেশে সনি’র পণ্য বাজারজাতকরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন থেকে তাদের তত্ত্বাবধানে গুলশানে চলবে সনি’র অফিসিয়াল স্টোর। এখান থেকে রাজধানীর বাসিন্দারা খুব সহজেই সনি’র সব ধরনের ইলেকট্রনিক্স পণ্যগুলো পাবেন একদম হাতের নাগালে। আমি স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের এ উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এসময় স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম বলেন, দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আমাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে। ফলে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট।

সনি ব্র্যান্ড-লাভারদের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল কিংবা রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সঙ্গে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তায় সেবা পেতে, সনি-স্মার্ট শোরুম থেকে পণ্য ক্রয়ের আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৮টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ 

সাত পদের ৫টিতে বিএনপির জয়

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

বাংলাভিশনকে হারিয়ে সেমিফাইনালে কালবেলা

রূপলাল হত্যার আসামি গ্রেপ্তার

আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা 

বিপিএলে বাড়তে পারে আরও এক দল, আলোচনায় নতুন নাম

‘১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে’

নিজের চেহারা নিয়ে যা বললেন ধানুশ

১০

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুকে গাভি উপহার

১১

এক পদের বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ

১২

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

১৩

দেবের সঙ্গে রোম্যান্সে নজর কেড়েছেন জ্যোতির্ময়ী

১৪

আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছি : ট্রাম্প

১৫

বরিশালের এক নেত্রীকে সুসংবাদ দিল বিএনপি

১৬

ডাকাতি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে নিহত ১

১৭

প্রসূতির মৃত্যু, পালিয়ে গেলেন চিকিৎসক-নার্স

১৮

টাইপকাস্ট হতে চান না তৃপ্তি

১৯

আয়ারল্যান্ড সিরিজ মিস করবেন তারকা ক্রিকেটার!

২০
X