বসুন্ধরা শপিংমলের বর্ণিল ফ্যাশন শোতে নিজেদের নতুন ফেস্টিভ কালেকশন উন্মোচন করল দেশের অন্যতম সেরা লাইফস্টাইল ব্র্যান্ড ক্লাব হাউস। নতুন প্রজন্মের কাছে নিজেকে আলাদা করে উপস্থাপন করার প্রবণতা ক্রমেই বাড়ছে, আর সেই চাহিদা মেটাতেই ফ্যাশন হাউসগুলো সাজিয়ে তোলে তাদের ট্রেন্ডি কালেকশন। ক্লাবহাউসও তার ব্যতিক্রম নয়।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিংমলে আয়োজিত এই মনোমুগ্ধকর ফ্যাশন শোতে অংশ নেন দেশসেরা মডেলরা।
রিধিকার পরিচালনায় আয়োজিত এই শোতে উপস্থিত ছিলেন বিনোদন জগতের জনপ্রিয় সেলিব্রেটিরা। পাশাপাশি দেশের শীর্ষ সাংবাদিকদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল। বসুন্ধরা শপিংমলে আগত ক্রেতারাও উপভোগ করেন এই আয়োজন।
ক্লাবহাউস তাদের ফেস্টিভ কালেকশনে সবসময় বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে থাকে। এবারের কালেকশনে তারা এনেছে রাজকীয় ফিউশনের ছোঁয়াযুক্ত এথনিক লেহেংগা, প্যান্ট শাড়ি, শাড়ি, টু-পিস কাফতান, শেরওয়ানি, প্রিন্স কোর্ট, কোটি ইত্যাদি। এছাড়াও থাকছে সামার-ফ্রেন্ডলি কালেকশন, যেখানে রয়েছে পাঞ্জাবি, টু-পিস, থ্রি-পিস, কুর্তি ইত্যাদি।
মন্তব্য করুন