

কুড়িগ্রামের চররাজিবপুরে মাছ চুরি ও চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আপন দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে আসামিদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাইদুল ইসলাম (৩৫) ও শাজাহান আলী (৪২)। শাহাজান আলী একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। আরেক ভাই মাইদুল ইসলাম নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ৭ অক্টোবর বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে চররাজিবপুর থানায় মামলা দায়ের করেন। তদন্তপ্রাপ্ত হয়ে এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আপন সহোদরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে চররাজিবপুর থানার ওসি মুসা মিয়া কালবেলাকে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন