

দুজনকেই ধরে রেখেছিল তাদের দল। ওভাবে পরিকল্পনাও সাজিয়েছিল। কিন্তু মেয়েদের আইপিএলের ১১ দিন আগে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার এলিসি পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। এই দুই তারকার বিকল্প ক্রিকেটারের নামও ঘোষণা করেছে দলগুলো।
এলিসি পেরি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দুবছর আগে স্মৃতি মান্ধানার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। পেরিকে ২ কোটি টাকায় ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু মেয়েদের আইপিএল শুরুর ১১ দিন আগে পেরি জানিয়ে দিয়েছেন যে, তিনি খেলতে পারবেন না।
সাদারল্যান্ডকে ২ কোটি ২০ লাখ টাকায় ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। এবার সেই দলের অধিনায়ক জেমিমা রদ্রিগেস। তিনিও দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে পাবেন না। অর্থাৎ, ৪ কোটি ২০ লাখ টাকা পাওয়া দুই ক্রিকেটার খেলবেন না এবারের আইপিএল। পেরি ও সাদারল্যান্ড, দুজনই জানিয়েছেন যে, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তারা।
পেরির পরিবর্তে ভারতের সায়ালি সাতঘরেকে দলে নিয়েছে বেঙ্গালুরু। ন্যূনতম মূল্য ৩০ লাখ টাকায় নেওয়া হয়েছে তাকে। দিল্লি আবার সাদারল্যান্ডের পরিবর্তে অস্ট্রেলিয়ারই স্পিনার আলানা কিংকে ৬০ লাখ টাকায় নিয়েছে।
৯ জানুয়ারি থেকে শুরু হবে মেয়েদের আইপিএলের আগামী মৌসুম। প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও মুম্বাই।
মন্তব্য করুন