বিশ্বের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রি সম্প্রতি গ্রাহকদের জন্য ‘গ্রি ফর্চুন অফার’ চালু করেছে। এই অফারে গ্রি অথবা হাইকো এসি ক্রয়ের পর মোবাইলের মাধ্যমে গ্রাহকরা অংশগ্রহণ করতে পারবেন। মোবাইলে একটি ‘স্পিন’ ঘুরিয়ে আকর্ষণীয় উপহার বা ক্যাশ ডিসকাউন্ট জেতার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
সম্প্রতি ইলেক্ট্রো মার্ট করপোরেট অফিসের কনফারেন্স হলে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘গ্রি ফর্চুন অফারের’ ঘোষণা করা হয়।
ইলেক্ট্রো মার্ট এবং তাদের পার্টনার শোরুমের সব রিটেইল আউটলেট থেকে সহজেই এই অফারটি উপভোগ করা যাবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ গত ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে গ্রি এসি সরবরাহ ও বিপণন করে আসছে। গ্রাহকদের অবিরাম ভালোবাসা ও আস্থার ফলেই গ্রি এসি আজ বাংলাদেশের নাম্বার ওয়ান এসি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। এটি একমাত্র এয়ার কন্ডিশনার ব্র্যান্ড, যা একাধিকবার সুপার ব্র্যান্ড স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশে।
গ্রি এসি টানা ১৯ বছর ধরে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃত এবং পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত। গ্রি এসি জিরো কার্বন নিঃসরণসহ পরিবেশের সুরক্ষায় ভূমিকা রাখে এবং ঘরের বাতাস থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে।
প্রেস কনফারেন্সে ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফসার বলেন, গত দুই দশক ধরে গ্রি বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ১৮০টিরও বেশি দেশে প্রায় ৬০০ মিলিয়ন গ্রাহক গ্রি এসি ব্যবহার করছেন, যা গ্রি-র গুণগত মান ও গ্রাহকবান্ধব দামের প্রতীক।
তিনি বলেন, গ্রি এসি পরিবেশের জন্য সবচেয়ে অনুকূল ও স্বাস্থ্যসম্মত এসি প্রযুক্তি ব্যবহার করে, যা ঘরের বাতাস বিশুদ্ধ রাখে।
এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সামনে ‘গ্রি ফর্চুন অফারে’ অংশগ্রহণের নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদ উন নবী, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) নুরুল আজিম সানি, এনএসএম (রিটেইল অপারেশন) মাহমুদুন নবী চৌধুরী, মো. জুলহাক হোসেন এবং অন্যান্য সিনিয়র নির্বাহী।
মন্তব্য করুন