

শীত মানেই নতুন পোশাকের খোঁজ। দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভারগো (VIRGO) এবার হাজির করেছে তাদের নতুন শীতের কালেকশন। এই কালেকশনগুলো দেখতে আধুনিক এবং পড়তেও আরামদায়ক, যা দৈনন্দিন জীবনের জন্য উপযুক্ত।
ভারগো সবসময় ফ্যাশনে নতুন ধারার সঙ্গে মানানসই ডিজাইন উপস্থাপন করে। তাদের পোশাকগুলো দেশের আবহাওয়া, উৎসব এবং ফ্যাশন সচেতন মানুষের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে তৈরি করা হয়। আধুনিক প্রযুক্তি ও নিখুঁত ফিনিশিং-এর মাধ্যমে প্রতিটি পোশাক আরাম, উষ্ণতা এবং স্টাইল একসাথে দেয়।
পুরুষদের জন্য কালেকশনে রয়েছে জ্যাকেট, ওভারসার্ট, সোয়েটার, সোয়েট-শার্ট, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট, টুইল ও ডেনিম প্যান্ট, পাশাপাশি শীতের মাফলার ও টুপি। নারীদের জন্য আছে টপস, টিউনিক কুর্তি, জ্যাকেট, সোয়েটার, ওভারকোট, রিলাক্স প্যান্টসহ নানা ধরনের পোশাক। বেশিরভাগ পোশাকে কারচুপি-এমব্রয়ডারি ও প্রিন্টের সুন্দর কাজ থাকায় এগুলো আরও আকর্ষণীয় দেখায়।
ভারগো মানসম্মত পোশাক সাশ্রয়ী মূল্যে দেওয়ার পাশাপাশি আরাম ও স্টাইলের নিশ্চয়তাও দিয়ে থাকে, যা ফ্যাশনপ্রেমীদের জন্য বড় প্লাস।
মন্তব্য করুন