

চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে (জিডিইউএফএস) অনুষ্ঠিত ২৩তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ) ও বিশ্ববিদ্যালয়টির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর যৌথ উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
গত ২০-২২ নভেম্বর অনুষ্ঠিত এ ফোরামে ড. সবুর খান ডিআইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং একটি গুরুত্বপূর্ণ প্যারালাল সেশনের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘Sixty Years of Glory, A New Chapter Begins’, যা জিডিইউএফএসের ছয় দশকের অগ্রযাত্রা ও নতুন সম্ভাবনার সূচনা তুলে ধরে। ২০ নভেম্বর আয়োজিত আনুষ্ঠানিক ডিনারে জিডিইউএফএসের পার্টি কমিটির সেক্রেটারি শি ইউকি এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ইয়ান জিয়াংবিন ডিআইইউ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এইউপিএফের অন্যতম প্রধান সদস্য হিসেবে ড. সবুর খান ‘AI-Driven Research on the Collaborative Mechanism of Cross-Border Universities and the Synergetic Mechanism of Institutions’ শীর্ষক প্যারালাল ফোরামের সভাপতিত্ব করেন। এতে চীন, ফ্রান্স ও রাশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা, উদ্ভাবনী গবেষণা এবং বৈশ্বিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত নিয়ে মতবিনিময় করেন।
এইউপিএফ ২০২৫-এর মূল বার্তা ‘Increase Communication, Exchange Information, Share Experience, and Seek Common Development’— এশিয়ার উচ্চশিক্ষা খাতে তথ্য বিনিময়, অভিজ্ঞতা শেয়ারিং ও যৌথ উন্নয়নের মাধ্যমে টেকসই অংশীদারিত্বকে আরও জোরদার করার আহ্বান জানায়।
এদিকে, জিডিইউএফএসের ৬০তম বার্ষিকী উদযাপন একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে চীনে বিশেষ গুরুত্ব পেয়েছে। ২,৪০০-এর বেশি অংশগ্রহণকারীসহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩২টি সরকারি সংস্থা, ৩৪টি বিদেশি বিশ্ববিদ্যালয়, ৬২টি দেশীয় বিশ্ববিদ্যালয়, ১৫টি দেশের কনস্যুলেট, ৬০-এর বেশি অংশীদার প্রতিষ্ঠান, গণমাধ্যম প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের শিক্ষাবিদরা।
আন্তর্জাতিক এই বৃহৎ আয়োজনে ডিআইউর সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্প্রদায়ে ক্রমবর্ধমান অবস্থান তুলে ধরছে এবং বৈশ্বিক সহযোগিতা, একাডেমিক উদ্ভাবন এবং সীমান্ত পারাপারের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করছে।
মন্তব্য করুন