চীনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস আলিবাবার সাথে মিল রেখে বাংলাদেশেও ১১.১১ ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছে দারাজ বাংলাদেশ। আলিবাবার মালিকানাধীন দারাজ ষষ্ঠবারের মতো বাংলাদেশে এই ক্যাম্পেইন আয়োজন করছে। আগামী ১১ নভেম্বর শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত চলবে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।
রোববার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন দারাজ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এতে বলা হয়, ‘কিনে নাও সবই’ স্লোগানে সঞ্চয় ও উৎসবের আমেজে চমৎকার সব অফার রাখছে দারাজ। এর মাঝে ২০ লাখ বিশেষ অফারে থাকছে সর্বমোট ৫০ কোটি টাকার বিশাল ছাড়। ফ্রি শিপিং, ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, বিশেষ ভাউচার, ফ্ল্যাশ সেলসসহ আরও অনেক অফার থাকছে এবারের ক্যাম্পেইনে।
দারাজ আরও জানায়, এ বছর গ্রাহকদের অনলাইন কেনাকাটায় অসাধারণ অভিজ্ঞতা উপহার দিতে যেসব বিক্রেতা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়েছে, শুধু তাদের বাছাই করা হয়েছে। পরবর্তীতে প্রশিক্ষণের পাশাপাশি তাদের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে সতর্ক করা হয়েছে। এ ছাড়াও, বিদ্যমান নীতি মেনে নির্ধারণকৃত আকর্ষণীয় সব অফারের মধ্যে কোনো অসাধু বিক্রেতা যেন অবাস্তব অফার না দিতে পারে, সে ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে দারাজ।
এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ মাকেটিং অফিসার তালাত রহিম বলেন, দারাজের ১১.১১ গ্রাহকদের সঞ্চয়ের সুযোগের পাশাপাশি একটি উৎসবের আমেজও তৈরি করে। প্রতি বছরের মতো আমাদের গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে আরও একটি সফল ১১.১১ উপহার দিতে আমাদের দল অক্লান্ত পরিশ্রম করছে। আশা করছি গ্রাহকরা তাদের পছন্দের পণ্যের তালিকা নিয়ে প্রস্তুত আছেন বছরের সবচেয়ে বড় বিক্রয় উৎসবে আমাদের সাথে সামিল হওয়ার জন্য।
দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, দারাজ এর ১১.১১ ক্যাম্পেইন ক্রেতা-বিক্রেতাদের প্রত্যাশা পূরণের একটি উল্লেখযোগ্য মাধ্যম। এ বছর আমরা আরও বেশি অফার নিয়ে প্রস্তুত ক্রেতাদের কেনাকাটার সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে। বছরের এই বৃহত্তম শপিং কার্নিভ্যাল উপলক্ষে আমরা দ্বিগুণ রাইডার নিয়োগ দেওয়াসহ আমাদের সক্ষমতা ২০০ শতাংশ বৃদ্ধি, গ্রাহকদের উপস্থিতি ৮ গুণ বৃদ্ধি নিশ্চিত করে কেনাকাটার আকর্ষণের মাত্রাকে বৃদ্ধির মাধ্যমে আমাদের সেলার কমিউনিটির জন্য এক অসাধারণ ব্যবসায়িক সুযোগ তৈরি করেছি।
মন্তব্য করুন