কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে চ্যাংগান গাড়ি নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড

বাংলাদেশে চ্যাংগান গাড়ি নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড।

চ্যাংগান বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে চ্যাংগান অটোমোবাইল সিরিজের অত্যাধুনিক ও জনপ্রিয় গাড়ির লাইনআপ নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। চ্যাংগান বাংলাদেশ-এর এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।

১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌঁছে দিচ্ছে। ‘স্থায়ী নিরাপত্তা’ দর্শনে বিশ্বাসী চ্যাংগান বর্তমানে তাদের সর্বোৎকৃষ্ট গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।

চ্যাংগান-এর সর্বশেষ মডেলগুলোর মধ্যে এলসভিন ও হান্টারকে উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে । নতুন এলসভিন-এ রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি ও এবিএসসহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সঙ্গে সজ্জিত।

এছাড়াও, হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো-স্পেস। এছাড়াও, প্রতিটি হান্টার ও এলসভিন-এর সঙ্গে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা। চ্যাংগান এলসভিন এর দুটি ভেরিয়েন্ট; সানরুফ ছাড়া গাড়িটির মূল্য ২৫ লাখ টাকা এবং সানরুফসহ গাড়িটির মূল্য ধরা হয়েছে ২৬ লাখ টাকা। এছাড়া, চ্যাংগান হান্টারটির দাম ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিএইচএস অটোস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার আরমান রশিদ বলেন, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই যানবাহনগুলোকে সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে পরিষেবার আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। গ্রাহকেরা যাতে করে একটি ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারে সেজন্য আমাদের অভিজ্ঞ দল কাজ করে যাচ্ছে।

ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, চ্যাংগান বাংলাদেশ এর শুভযাত্রা ও সেরামানের এইসকল গাড়ির লাইনআপের উদ্বোধনী পর্বে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্থায়ী নিরাপত্তার প্রতি চ্যাংগান-এর প্রতিশ্রুতি সকলের সামনে আজ স্পষ্ট এবং বাংলাদেশে এই প্রতিফলন ঘটবে বলে আমি আশাবাদী।

২০২৩ সালে যাত্রা শুরু করা ডিএইচএস অটোস লিমিটেড শীর্ষস্থানীয় ও অত্যাধুনিক প্রযুক্তির গাড়িগুলোকে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের গ্রাহকদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। 'স্থায়ী নিরাপত্তা'র প্রতিশ্রুতি নিয়ে তাদের হাত ধরেই চ্যাংগান বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের র‌্যাংগস ব্যাবিলোনিয়াতে অটোমোবাইল শিল্পের অন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হোন্ডা, মার্সিডিজ-বেঞ্জ এবং হুন্ডাই-এর সাথে চ্যাংগান বাংলাদেশের প্রথম অফিসিয়াল শো-রুমটি চালু করা হচ্ছে। চ্যাংগান বাংলাদেশের প্রতিটি গাড়ির সঙ্গে বিনামূল্যে পরিষেবার অফার রেখেছে ডিএইচএস অটোস লিমিটেড। গ্রাহকদের উদ্দেশে চ্যাংগানের অভিমত, আপনারা চ্যাংগান গাড়ি কিনুন এবং রক্ষণাবেক্ষণের জন্যে ডিএইচএস অটোস লিমিটেডের সঙ্গে থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে কী হয় জেনে নিন

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

ভাত ছেড়ে দিলেই কি ওজন কমবে? যা বলছেন পুষ্টিবিদ

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

‘বিয়ে করলেও সুখী হতাম না’ চিরকুট লিখে প্রাণ দিলেন নাসরিন

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

১৩

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

১৪

টিভিতে আজকের খেলা

১৫

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

১৬

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১৭

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১৮

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৯

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X