মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার ইট দিয়ে বহুতল ভবন নির্মাণ করলেন সুপার

কুড়িগ্রামের চিলমারীতে মাদ্রাসার ইট দিয়ে প্রতিষ্ঠানটির সুপারের বহুতল ভবন নির্মাণের একটি চিত্র। ছবি : কালবেলা
কুড়িগ্রামের চিলমারীতে মাদ্রাসার ইট দিয়ে প্রতিষ্ঠানটির সুপারের বহুতল ভবন নির্মাণের একটি চিত্র। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে মাদ্রাসার ইট দিয়ে প্রতিষ্ঠান সুপারের বহুতল ভবন নির্মাণসহ ইউএনও অফিসে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মামুন মিয়া। লিখিত অভিযোগটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।

অভিযুক্ত ওই সুপারের নাম মাহফুজার রহমান। তিনি রানীগঞ্জ ইউনিয়নের কুটিরগ্রাম মকবুল হোসেন (এমএইচ) বালিকা দাখিল মাদ্রাসার সুপার। লিখিত অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার তিনটি বিল্ডিং ভেঙে ফেলে সেখানে বহুতল মাদ্রাসা ভবন নির্মাণ করা হচ্ছে। ভেঙে ফেলা ওই বিল্ডিংয়ের প্রায় ৩০ হাজার ইট আত্মসাৎ করে নিজের বাড়িতে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ছাড়াও ২০ বান্ডিল টিন বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে প্রায় এক লাখ টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই মাদ্রাসার ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ছাত্রী না থাকা সত্ত্বেও ২০ বছর ধরে সরকারি বই উত্তোলন করে অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করে আসছেন ওই সুপার। এ ছাড়া ওই মাদ্রাসার ৬ পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৫০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছেন স্থানীয় ওই বাসিন্দা।

এদিকে অভিযোগ ওঠার পর সরেজমিন জানা যায়, একটি নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর পর্যন্ত কাজ করে বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সেখানে আগের ভবনের পুরোনো ইটসহ অন্য মালপত্র চোখে পড়েনি।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল হক বলেন, সুপারের বিরুদ্ধে অভিযোগগুলো সবই সত্য। মাদ্রাসার ইট নিলাম ছাড়াই বাড়িতে নিয়ে গেছেন এবং সেই ইট দিয়ে দোতলা বাড়ি করেছেন।

অভিযুক্ত মাদ্রাসা সুপার মো. মাহাফুজার রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইটগুলো আমি কমিটির কাছ থেকে ক্রয় করে নিজের বাসাবাড়িতে লাগিয়েছি। তাতে কী হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। মাদ্রাসা তাদের নিয়ন্ত্রণে চলে। আমার এ সম্পর্কে কিছু বলার নেই। যদি কিছু জানার থাকে ইউএনওর কাছে জানতে পারেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১০

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১১

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১২

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৩

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৪

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৫

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৬

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৭

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৮

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৯

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

২০
X