নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেতাকর্মীদের একাংশ।
রোববার বিকেলে স্থানীয় মকিল্লা এম এ মুনাফ কিন্ডারগার্টেন-মাদ্রাসা প্রাঙ্গণে নির্বাচিত কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও কমিটি ঘোষণার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে চলতি দায়িত্বে থাকা সভাপতি ইমন হোসেন ও সহসভাপতি মাস্টার মাফুজুর রহমান মানিক লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া অন্যান্য পদে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করা হয়। এরই মধ্যে ২০২৩ সালের ৬ জুন সভাপতি আবদুল মালেক মৃত্যুবরণ করেন। আবদুল মালেকের মৃত্যুতে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী মেয়াদকাল পর্যন্ত সিনিয়র সহসভাপতি ইমন হোসেন ইমন সভাপতির চলতি দায়িত্বে অধিষ্ঠিত হন। এতে তিনি দলীয় সব কার্যক্রমে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়ে আসছেন। এ নিয়ে নেতাকর্মীদের কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। কিন্তু গত ২০২৩ সালের ২৪ জুলাই গঠনতন্ত্র উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অজান্তে বেল্লাল হোসেনকে সভাপতি ও চলমান কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমদকে একই পদে পদায়ন করে আংশিক কমিটি ঘোষণা করে। আমরা এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করি।
তিনি আরও বলেন- এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা, উপজেলা, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে চলতি কমিটির সহ সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নুর নবী, প্রচার সম্পাদক আবদুল মতিন, নির্বাহী সদস্য বিজয় কুমার ভৌমিকসহ কমিটির অধিকাংশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন