চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে বন্যায় নিঃস্ব খামারিরা

পোলট্রি ফার্মের মোরগ পানিতে ভেসে মারা গেছে। ছবি : কালবেলা
পোলট্রি ফার্মের মোরগ পানিতে ভেসে মারা গেছে। ছবি : কালবেলা

স্মরণকালের ভয়াবহ বন্যায় নিঃস্ব হয়ে গেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের পোলট্রি, গরু ও ছাগল খামারিরা। মূলধন ও ঋণ করে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা শুরু করলেও বন্যায় তাদের স্বপ্ন ভেঙে আজ তারা নিজস্ব। সবকিছু হারিয়ে দায়-দেনা পরিশোধে আজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনেক খামারি।

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে স্মরণকালের বন্যায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে করে বেশিরভাগ পোলট্রি ফার্মের মোরগ পানিতে ভেসে মারা গেছে।

চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের রিমি পোলট্রি ফার্মের মালিক মিজানুর রহমান (টিটু) কান্নাজড়িত কণ্ঠে জানান, বন্যায় তার ৩০ হাজার মোরগ মারা গেছে। অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে এভাবে ঘরে পানি ঢুকে যাবে চিন্তাও করতে পারিনি।

ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নিয়ে এবং নিজের সহায়সম্বল দিয়ে পোলট্রি ব্যবসা শুরু করেছিলাম। সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। ব্যাংকের টাকা কীভাবে পরিশোধ করব, এ নিয়ে চিন্তায় পড়ে গেলাম।

আলকরা ইউনিয়নের নাঈমুল ইসলাম বলেন, আমার ফার্মের ২৪টি ছাগলের মধ্যে ২২টিই বন্যার পানিতে ভেসে মারা যায়। ব্যবসার মূলধন হারিয়ে আজ আমি দিশাহারা। উপজেলা চিওড়া নোয়াপুর গ্রামের আঁখি পোলট্রি ফার্মের মালিক শহিদুল ইসলাম বলেন, গত আট বছর ধরে এ ব্যবসায় জড়িত, বন্যার পানিতে ৫০০০ লেয়ার মোরগ ভেসে যায়। অনেক টাকা ব্যাংক ঋণ, কী করে ব্যাংক ঋণ শোধ করব বুঝতে পারছি না একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

মিয়াবাজার আদর ডেইরি ফার্মের মালিক ইলিয়াস হোসেন বলেন, বন্যায় পানিতে আমার ৮টি বাছুর ও ৪টি ভেড়ার বাচ্চা ভেসে মারা যায় এবং ১ লাখ টাকার গরুর খাদ্য ভুসি, খইল পানিতে নষ্ট হয়ে যায়। কুমিল্লা জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন কালবেলাকে জানান, বন্যায় চৌদ্দগ্রামে ২২ গরু, ৫৩ ছাগল, ৯ ভেড়া, ৫১ হাঁস ও ১ লাখ ১২ হাজার ২০০ মোরগ মারা গেছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা বলে উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে।

আমরা ক্ষয়ক্ষতির প্রাথমিক একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ত্রাণ মন্ত্রণালয় থেকে আড়াই নাকি তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমি শুনেছি। ওই টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ব্যয় করা হবে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

১০

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

১১

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১২

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

১৩

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

১৪

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১৫

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১৬

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১৭

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৮

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৯

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

২০
X