রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস শুরু হয়েছে। ছবি : কালবেলা
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস শুরু হয়েছে। ছবি : কালবেলা

বাস শ্রমিকদের দ্বন্দ্বের জে‌রে ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুষ্টিয়া ও রাজবাড়ীর শ্রমিকদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে শনিবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এরপরে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে পুনরায় সোমবার (১৩ জানুয়ারি) ভোর সকাল ৬টা থেকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু করেছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শারমিন আক্তার নামে এক যাত্রী বলেন, আমরা তো অনেক ভোগান্তির শিকার হচ্ছি। খোকসা থেকে শিশু বাচ্চা নিয়ে পাংশায় আসলাম অটোরিকশায় করে। সঙ্গে কয়েকটি ব্যাগও আছে। বাস বন্ধ থাকার কারণে খুব কষ্ট হচ্ছে আমাদের। এ ছাড়া আজ ভাড়াও বাড়িয়েছে। এসবের সমাধান হওয়া দরকার।

রাজু আহমেদ নামে আরেক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় ছোট ছোট গাড়িতে চলাচল করতে দ্বিগুণ ভাড়া লাগছে। আবার সময়ও নষ্ট হচ্ছে। কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্কুলশিক্ষক রাজীব বলেন, আমাদের বাসে যাতায়াত করতে হয়। হঠাৎ বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। আর কখনো যেন বাস চলাচল বন্ধ না হয়, সরকারের কাছে আমাদের এটাই দাবি।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, শ্রমিক ইউনিয়নে শিক্ষিত-অশিক্ষিত দুই শ্রেণির লোকই আছে। অতি সাধারণ একটা তুচ্ছ ঘটনা নিয়ে সবাই মাতব্বরি দেখানোর চেষ্টা করে। শনিবার কুষ্টিয়া থেকে আগে রাজবাড়ীর শ্রমিকদের মারধর করে এরপর কুষ্টিয়া থেকে ওরা যখন রাজবাড়ী আসে তখন আবার ওদেরকেও মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করেই বাস চলাচল বন্ধ। এ ঘটনায় পরিবহন শ্রমিক নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করেছে, তবে সাধারণ শ্রমিকরা শোনেনি।

তিনি আরও বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। সমাধানের পর আজ সোমবার সকাল থেকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।

তবে এ বিষয়টি অবগত নন বলে জানিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাস চলাচল বন্ধ কে বলল? বন্ধের কথা আমি জানি না। বিষয়টি আমি দেখছি।

এর আগে, গত শনিবার সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল রাজমহল বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী অন্য একটি লোকাল বাসের ওভারটেকিং নিয়ে উভয় বাসের শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার পর বাস দুটি রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় পৌঁছলে রাজবাড়ী জেলার বাস শ্রমিকদের একটি গ্রুপ কুষ্টিয়াগামী লোকাল বাসের শ্রমিকদের মারধর করেন। এর জের ধরে দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ

লন্ডন ব্রিজের সামনে একা বসে অপু বিশ্বাস

১০ নভেম্বর রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’: বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ

স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

মারা গেলেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

মির্জা ফখরুলের সঙ্গে মিশর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট, আরও যেসব পরিবর্তন এলো আরপিওতে

শীতের শুরুতেই চামড়া শুকিয়ে রুক্ষ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে

তীব্র শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

১০

আবু সাঈদ হত্যা : ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

১১

চলতি মাসেই ধেয়ে আসতে পারে আরও একটি ঘূর্ণিঝড়

১২

বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের ভাইয়ের স্ট্যাটাস

১৩

সাগরে ফের লঘুচাপ, দেশের দুই বন্দরে ৩নং সতর্কসংকেত

১৪

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%

১৫

চড়াই-উতরাই পেরিয়ে সফল উদ্যোক্তা উৎসব সিং সাগর

১৬

‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’

১৭

সৌন্দর্য ছড়াচ্ছে ‘টানেল মসজিদ’

১৮

মেজাজ হারিয়ে কাকে চড় মারলেন পরেশ রাওয়াল?

১৯

মাদক ও সন্ত্রাসমুক্ত সাভার গড়ার অঙ্গীকার ডা. সালাউদ্দিন বাবুর

২০
X