নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেয়ালে দেয়ালে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, মুছে দিল ছাত্রদল

দেয়ালে দেয়ালে হঠাৎ লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
দেয়ালে দেয়ালে হঠাৎ লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গায় দেয়ালে দেয়ালে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তবে কারা এ স্লোগান লিখেছেন, বলতে পারছেন না কেউ। বিষয়টি জানাজানির পর কালো কালি দিয়ে দেয়ালের স্লোগানগুলো মুছে দিয়েছে মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে লেখাগুলো নজরে আসে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে এলো।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, এসআই উচ্চ বিদ্যালয়, বাজারের প্রবেশ মুখে, বাজেহালতি ব্রিজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে লাল-কালো কালিতে এসব লেখা হয়। শনিবার দুপুরে লোকজনের নজরে লেখাগুলো আসে।

সরেজমিনে গিয়ে, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজে হালতি ব্রিজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারের দেয়ালে লাল-কালো রঙের লেখা ‘জয় বাংলা’ স্লোগান চোখে পড়ে।

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন বলেন, দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে শান্ত নাটোরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আমরা তা হতে দেব না।

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব দেয়াল লিখন করে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি আমাদের নজরে আসার পর ছাত্রদলের পক্ষ থেকে লেখাগুলো মুছে দিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাধনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতের বেলায় দেয়াল লিখনে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রশাসনের কাছে দাবি তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, যারা রাতের আধারে এ কাজ করেছেন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১০

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১১

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১২

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১৩

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৪

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৫

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৬

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৭

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৮

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৯

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

২০
X