নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেয়ালে দেয়ালে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, মুছে দিল ছাত্রদল

দেয়ালে দেয়ালে হঠাৎ লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
দেয়ালে দেয়ালে হঠাৎ লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গায় দেয়ালে দেয়ালে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তবে কারা এ স্লোগান লিখেছেন, বলতে পারছেন না কেউ। বিষয়টি জানাজানির পর কালো কালি দিয়ে দেয়ালের স্লোগানগুলো মুছে দিয়েছে মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে লেখাগুলো নজরে আসে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে এলো।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, এসআই উচ্চ বিদ্যালয়, বাজারের প্রবেশ মুখে, বাজেহালতি ব্রিজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে লাল-কালো কালিতে এসব লেখা হয়। শনিবার দুপুরে লোকজনের নজরে লেখাগুলো আসে।

সরেজমিনে গিয়ে, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজে হালতি ব্রিজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারের দেয়ালে লাল-কালো রঙের লেখা ‘জয় বাংলা’ স্লোগান চোখে পড়ে।

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন বলেন, দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে শান্ত নাটোরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আমরা তা হতে দেব না।

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব দেয়াল লিখন করে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি আমাদের নজরে আসার পর ছাত্রদলের পক্ষ থেকে লেখাগুলো মুছে দিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাধনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতের বেলায় দেয়াল লিখনে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রশাসনের কাছে দাবি তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, যারা রাতের আধারে এ কাজ করেছেন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

এমসিসিআইর অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্য / ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ হলে ভয়ংকর পরিস্থিতি হবে

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান : মাহবুবুর রহমান  

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা

১০

ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল

১১

ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

১২

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

১৩

চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ, রহস্য কী জেনে নিন

১৪

দুর্গাপূজা উপলক্ষে তুরাগে শতাধিক হিন্দু পরিবারকে তারেক রহমানের উপহার

১৫

রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত

১৬

কোটের হাতাতে এই অতিরিক্ত বোতাম কেন থাকে, আসল রহস্য জেনে নিন

১৭

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

১৮

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

১৯

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

২০
X