মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নন্দীনির ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করলেন তারেক রহমান

নন্দীনি রানী সরকারের বাড়িতে তারেক রহমানের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
নন্দীনি রানী সরকারের বাড়িতে তারেক রহমানের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

মেডিকেলে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা নন্দীনি রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩১ জানুয়ারি) তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল নন্দীনির বাড়িতে যান। এ সময় তারা মেডিকেলে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন।

জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামের ইজিবাইকচালক অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দীনি। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন নন্দীনি ও তার পরিবার। এ নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) একটি গণমাধ্যমে ‘মেয়ের মেডিকেলে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র পরিবারটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি তারেক রহমানের দৃষ্টগোচর হয়। পরে তিনি নন্দীনির পাশে দাঁড়ান।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল গিলন্ড গ্রামে নন্দীনির বাড়িতে যান। তারা নন্দীনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেডিকেলের প্রথম বর্ষের বই এবং ভর্তির অর্থ নন্দীনির হাতে তুলে দেন।

এ সময় জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশা, ছাত্রনেতা মমি আনসারি, আব্দুল্লাহ এ আর রহমান, মহিউদ্দিন মাহি ও অপু খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল বলেন, নন্দীনির বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি আমাদের নন্দীনিদের বাড়িতে পাঠিয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের তত্ত্বাবধানে ছাত্রদলের একটি দল মেডিকেলে উত্তীর্ণ হওয়া নন্দীনি রানী সরকার ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রদল সব সময় কাজ করে যাচ্ছে।

বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা বলেন, মেধাবী নন্দীনির জন্য জেলাবাসী গর্বিত। নন্দীনির বিষয়টি যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে তখন তিনি আমাদের নন্দীনির বাড়িতে পাঠিয়েছেন, সহায়তা করেছেন। এটা বিরল ঘটনা। তারেক রহমান তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১০

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১১

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১২

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১৩

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৪

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৫

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৬

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৭

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৮

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৯

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

২০
X