

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার আইনগত, নৈতিক এবং আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের ক্ষমতায়নই সরকারের মূল লক্ষ্য, আর এ প্রক্রিয়ায় বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আলী রীয়াজ।
তিনি বলেন, দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ সেই সুযোগ তৈরি করে দেবে।
আলী রীয়াজ বলেন, জুলাই সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী—এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো, অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এ গণভোট হচ্ছে। তিনি গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা ও সচেতনতার সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দীন চৌধুরী, সিলেটের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুসসহ প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন