রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রফেসর ইউনূস ৭ মাসেও সংস্কার করতে পারেননি : শামা ওবায়েদ

রাজবাড়ীতে বিএনপির জনসভায় শামা ওবায়েদ ইসলামসহ অতিথিরা। ছবি : কালবেলা
রাজবাড়ীতে বিএনপির জনসভায় শামা ওবায়েদ ইসলামসহ অতিথিরা। ছবি : কালবেলা

ড. ইউনূস ব্যর্থ হয়েছেন মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ইউনূস সাহেব ৬-৭ মাসেও কোনো সংস্কার করতে পারেননি। শেখ হাসিনা পালিয়ে গেছেন; কিন্তু জিনিসের দাম কমেনি। আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেননি, দুর্নীতি বন্ধ করতে পারেননি। এখনো চুরি-ডাকাতি, খুন, গুম ও ধর্ষণ হচ্ছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজবাড়ীর আজাদি ময়দানে জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে কেন্দ্র ঘোষিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শামা ওবায়েদ বলেন, এই সরকারে স্থানীয় নির্বাচন করার কোনো ম্যান্ডেট নেই। বিএনপিই আগে সংস্কারের কথা বলেছে। আড়াই বছর আগে ২৭ দফা দিয়েছিলেন তারেক রহমান। শেখ হাসিনা সেটা প্রচার করতে দেননি। আজ আবার ৩১ দফা দিয়েছে সেই বিএনপি। তাই বিএনপিই সংস্কার করবে। আপনারা শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেবেন।

এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, প্রতিদিনই দেশে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ চলছে। অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। অবিলম্বে তার দুর্নীতিবাজ পরিবার ও লুটের বাহিনীকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এ আন্দোলনের মহানায়ক ছিলেন তারেক রহমান। দেশে সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের একটাই বার্তা, জনগণের পাশে দাঁড়াতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব ও অ্যাডভোকেট কামরুল আলমসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন ও রেজাউল করিম পিন্টু।

এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সমালোচনা করেন। সংস্কারের নামে তামাশা না করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১০

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১১

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১২

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৩

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৪

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৫

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৬

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৭

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৮

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৯

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X