কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক আন্দোলনের মুখে এসকিউ সেলসিয়াস অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুরে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ছবি : কালবেলা
গাজীপুরের শ্রীপুরে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ছবি : কালবেলা

শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের শ্রীপুরে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষের দাবি, নিটিং সেকশনের শ্রমিকরা অন্যায্যভাবে ১৩ দফা দাবি জানালে সেকশনটি রোববার (০২ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শনিবার (১ মার্চ) বিকালে ওই সেকশন বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

আন্দোলনরত শ্রমিকদের দাবিগুলো হলো- দুপুরের মধ্যাহ্নবিরতি এক ঘণ্টা, যেসব নিটিং অপারেটর দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে ৮০ ভাগ শ্রমিককে সিনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি, রাতে খাবার পরিবেশন না করে নগদ টাকা, সপ্তাহে দুই দিন ছুটি, শতভাগ কোয়ালিটি ও প্রোডাকশন বোনাস এবং উইন্ডিং মেশিন ডাবল করতে হবে।

এ ছাড়া লোপ মেশিন, টেকনিক্যাল সমস্যা সমাধান, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যানিং, টাইমিং ঠিক, কোয়ালিটি ইনসেনটিভ, মেন্ডিং মেন ইনসেনটিভ, উইন্ডিং ইনসেনটিভ, আধা বেলা ছুটি চলবে না এবং দুর্নীতিবাজ কর্মকর্তা মানবসম্পদ বিভাগের শাহরিয়াত হোসেন, জয়নাল আবেদীন, নিটিং সেকশনের অপারেশন ম্যানেজার মনিরুজ্জামান সুমনকে অপসারণ করতে হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে ১৩ দফা দাবিতে শ্রমিকরা সকাল থেকে সেকশনে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। পরে ওই ১৩ দফা দাবি তারা লিখিতভাবে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। ওই দিন বিকেল ৪টায় কারখানার নিটিং সেকশনে ছুটি ঘোষণা করা হয়। শনিবার (০১ মার্চ) তারা কারখানায় শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। দুপুরের পর তাদের ওই দিনের জন্য ছুটি দিয়ে দেয়। পরে বিকালে কারখানা গেটে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য নিটিং সেকশন বন্ধের নোটিশ টানিয়ে দেয়।

শ্রমিকরা বলেন, আমাদের দাবি পূরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না হওয়া পর্যন্ত কাজে যোগদান করব না। আমরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে যাব। কারখানার ম্যানেজমেন্টের কিছু কর্মকর্তা শ্রমিকদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। কাজ করে বেতন নিই, এখানে চুরি করতে আসিনি। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজ করছি। দুর্নীতিবাজ কর্মকর্তারা কারখানার শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে কারখানার পরিবেশ নষ্ট করছে।

এসকিউ সেলসিয়াস লিমিটেডের (ইউনিট-১) মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সব কারখানায় কিছু দুষ্ট শ্রমিক থাকে। যারা ঈদের আগে এসব করে দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করে থাকে। কারখানার স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানার নিটিং সেকশন বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, অযৌক্তিক আন্দোলন ও কাজ বন্ধ করার কারণে মালিক পক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ১৩ (১)-মতে রোববার থেকে কারখানার (নিটিং সেকশন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১০

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

১১

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

১২

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

১৩

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

১৫

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৬

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

১৭

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

১৮

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

১৯

ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা

২০
X