ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৩০ একর জমির মালিকানা নিয়ে রশি টানাটানি

জমির মালিকানা দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
জমির মালিকানা দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাঁওড় পাড়ের ২৯ দশমিক ৪৫ একর জমির মালিকানা নিয়ে জেলা প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে। জেলা প্রশাসন বাঁওড় পাড়ের বিল শ্রেণির জমি সরকারের এই দাবিতে অনড়। অন্যদিকে এসএ ও আরএস রেকর্ডে স্বত্ববান আছেন বলে জমির মালিকানা দাবি করছেন এলাকার ৩৫ জন কৃষক।

বুধবার (৯ এপ্রিল) এ দাবি নিয়ে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাগান্না বাঁওড় পাড়ের গ্রাম বেড়াদীর ৩৫ ব্যক্তি।

তারা সংবাদ সম্মেলনে দাবি করেন, এসএ ও আরএস রেকর্ডে তাদের মালিকানা থাকলেও সরকার এই জমি ইজারা দিয়ে দখলের চেষ্টা করছে। বেলা ১১টায় ঝিনাইদহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিকানার দাবিতে ৩৫ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহাদেব রায়।

অন্যদিকে জেলা রাজস্ব দপ্তর বলছে, সিএস রেকর্ডে নড়াইল জমিদার এস্টেটের নামে ১২৬ দশমিক ৪৫ একর জমি রেকর্ডভুক্ত ছিল। এসএ এবং আরএস রেকর্ডে ২৯ দশমিক ৪৫ একর জমি এলাকার কিছু মানুষ তাদের নামে রেকর্ড করিয়ে নেয়। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় একাধিক আদালতে সরকারের পক্ষে রায় আসে। ফলে গোটা জমি এখন সরকারের। বিল শ্রেণির জমি ব্যক্তি মালিকানায় যাওয়ার সুযোগ নেই বলেও রাজস্ব দপ্তর জানায়।

এদিকে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জমির পার্শ্ববর্তী সাগান্না বাঁওড়ের জলমহাল ইজারা দেওয়ার সময় সরকার ব্যক্তি মালিকানাধীন বেড়াদী গ্রামের জমিও অন্তর্ভুক্ত করছে, যা নিয়ে আদালতে মামলা চলমান। এরই মধ্যে সদর এসিল্যান্ড অফিস ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাওড়ের (বেড়াদী মৌজাভুক্ত) মোট জমির পরিমাণ ১২৬ দশমিক ৪৫ একর। এই জমি নড়াইল জমিদার এস্টেটের মালিকানাধীন ছিল। পরে জমিদারি বিলুপ্ত হলে ১৬৭ নম্বর দাগভুক্ত ওই সম্পত্তি সরকারের অনুকূলে চলে যায়। তবে একই দাগভুক্ত মোট জমির মধ্যে ২৯ দশমিক ৪৫ একর জমি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদী গ্রামের কিছু ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায়। এসএ ও আরএস রেকর্ডমূলে বেড়াদী গ্রামের লোকজন ওই জমি ভোগদখল করছেন।

কিন্তু একই দাগে থাকা বিল শ্রেণির জমির কিছু অংশের শ্রেণি পরিবর্তন করে ব্যক্তির নামে রেকর্ডের ঘটনাটি জেলা প্রশাসনের নজরে এলে তারা মামলা করেন। মামলার রায়ে মোট ১২৬ দশমিক ৪৫ একর জমির মালিকানা সরকারের বলে ঘোষিত হয়। রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিলও করেন বেড়াদী গ্রামের কয়েকজন কৃষক।

এদিকে গত সোমবার বাঁওড় পাড়ের শতাধিক মৎস্যজীবী অবৈধ জমি দখলের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ কালবেলাকে জানান, এলাকার মৎস্যজীবীরা জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X