কক্সবাজারের টেকনাফ মিয়ানমার সীমান্তের নাফ নদী থেকে মাছ ধরার সময় আটক চার রোহিঙ্গা জেলেকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের জাদিমুড়া সীমান্ত দিয়ে তারা রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেন।
ফিরে আসা জেলেরা হলেন- টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ, ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো. জাবের ও মো. হাসানের ছেলে মো. আনোয়ার।
জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প মাঝি মোহাম্মদ নুর বলেন, বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া অংশের নাফ নদীতে ২৭ নম্বর ক্যাম্পের কাছে চারজন জাল দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার এক পর্যায়ে তারা মিয়ানমার সীমান্ত চলে যায়। এসময় আরাকান আর্মির সদস্যরা ওই চার জেলেকে আটক করে ও ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আটককৃতরা জেলে কিনা তা নিশ্চিত হলে যাচাই-বাছাই করে একদিন পরে আরাকান আর্মি তাদেরকে ছেড়ে দেয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আরাকান আর্মি। ফেরত আসা রোহিঙ্গাদের রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইন-চার্জের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন