ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
.
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় বালুমহালের আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

পাবনায় ঈশ্বরদীতে বালুমহালের আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত
পাবনায় ঈশ্বরদীতে বালুমহালের আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত

পাবনায় ঈশ্বরদীতে পদ্মা নদীতে বালুমহালের আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকার চরের বালুমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের রেজাউল হক লালু, তালতলা এলাকার সানাউল্লাহ প্রামাণিক, রূপপুর তিন বটতলা এলাকার চপল হোসেন কালু, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সেলিম আহমেদ, একই এলাকার সৈকত ইসলাম, ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামের রিপন হোসেন এবং একই এলাকার রাসেল।

গুরুতর আহত সেলিম ও সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, ঈশ্বরদী উপজেলার সাঁড়া অংশের পদ্মা নদীতে বালুমহালের ইজারাদার উপজেলা যুবদলের সভাপতি সুলতান আলী বিশ্বাস টনি। অন্যদিকে নাটোরের লালপুর চরের বালুমহালের ইজারাদার মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বালু উত্তোলন ও বহনকারী নৌকার খাজনা আদায়কে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

সাঁড়া অংশের ইজারাদার যুবদল নেতা টনি বলেন, বিআইডব্লিউটিয়ের লাইসেন্স হোল্ডার হিসাবে দীর্ঘদিন ধরে কার্যক্রম করছি। জেলা প্রশাসক আমাদেরকে আইনগত সহযোগীতা দানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে চিঠিও দিয়েছেন। হাইড্রোগ্রাফিক চার্টের চিহ্ণিত স্থান থেকে দেশীয় প্রযুক্তির ড্রেজার দিয়ে মাটি ও বালু তোলার অনুমতি রয়েছে।

তিনি বলেন, সকালে বালু উত্তোলনের জন্য আমাদের লোক নৌকা নিয়ে বালুমহালে যায়। এ সময় হঠাৎ লালপুরের দিক হতে তিনটি নৌকায় করে অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসীরা আমাদের নিরীহ ও নিরস্ত্র লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ ছাড়াও আর বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত ২ জনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। অন্যান্যরা ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে লালপুর এলাকার ইজারাদার মোল্লা ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, এ ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক এখন।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজা পরেও পা ঠান্ডা? মারাত্মক কোনো রোগের ইঙ্গিত নাতো

ইসির বৈঠকে উঠছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি : ইসি সচিব

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

চোখে চাপ না দিয়ে মোবাইল বা ল্যাপটপ দেখুন সহজেই

সিলেট স্টেডিয়ামেই শেষ শ্রদ্ধা, কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত হবেন জাকি

বিএনপিতে রাশেদের যোগদান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভ সূচনা

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ রোববার

দুই বছর পর বড় পর্দায় অপু বিশ্বাস

১০

চ্যাটজিপিতে যুক্ত হলো অ্যাপল মিউজিক

১১

১ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি

১২

দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড

১৩

ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৪

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

১৫

কুমিল্লার যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ

১৬

ইসরায়েলের বিরুদ্ধে কিয়ার স্টারমারের কাছে আবেদন

১৭

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

১৮

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল

১৯

অদ্ভুত অজুহাতে ৩ বছরে ৩ বিয়ে, অতঃপর...

২০
X