কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৫:১৭ এএম
অনলাইন সংস্করণ

বন কর্মীদের ঈদের ছুটি বাতিল, সুন্দরবনে নিরাপত্তা জোরদার 

সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহলে বন বিভাগের কর্মকর্তারা। ছবি : কালবেলা
সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহলে বন বিভাগের কর্মকর্তারা। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। ইতিমধ্যে বন কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আটকে দেওয়া হয়েছে তাদের ছুটি। বন বিভাগ বলছে প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল জোরদার করা হয়েছে।

জানা গেছে, পবিত্র ঈদকে সামনে রেখে এক শ্রেণির চোরাকারবারিরা সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও মায়াবী হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে। এই ঈদে প্রবেশ নিষিদ্ধ সময়ে চোরাকারবারিরা যাতে বনজ সম্পদ নিধন করতে না পারে তার জন্য সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে বন বিভাগ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে স্টাফদের আটকে দেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষায় পুরো সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এই লক্ষ্যে গত বুধবার (০৪ জুন) বেলা ১১টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে বন অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে করার জন্য এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম। এতে স্টেশন ও টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, সুন্দরবনে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যেক স্টেশন কর্মকর্তার সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় আরও জানানো হয়, এসময় সুযোগ বুঝে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও হরিণ শিকার করে থাকে অসাধু কিছু লুণ্ঠনকারীরা। এ বছর এ সুযোগ যাতে কাজে না লাগাতে পারে সেদিকে লক্ষ্য রেখে বন বিভাগ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তার বলয়।

বজবজা টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, বন্ধের সময় টহল কার্যক্রম চালানোর পাশাপাশি সচেতনতামূলক সভাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক শ্রেণির অসাধু চক্র অবৈধভাবে বনের সম্পদ যাতে ভোগ না করতে পারে তার জন্য টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের লোকজন দিন রাত টহল কার্যক্রম পরিচালনা করছে। বৃহৎ সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের পাশাপাশি সকলের সহযোগিতায় প্রয়োজন।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেড এম হাছানুর রহমান বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে টহল কার্যক্রম পরিচালনার জন্য। তাছাড়া ফুট পেট্রোলিং ও স্মার্ট টিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তিনি নিজেই টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১০

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১১

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১২

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১৩

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৪

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৫

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৬

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৭

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৮

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৯

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

২০
X