সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:২৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল

সিলেটে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থানীয় নেতারা। ছবি : কালবেলা
সিলেটে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থানীয় নেতারা। ছবি : কালবেলা

সিলেটে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্য নেতারা যাচ্ছেন আগামীকাল। আগামীকাল সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভা সফলে সিলেটের বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

রোববার (৬ জুলাই) বিকেলে সিলেট মহানগীরর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও কেন্দ্রীয় পর্যায় থেকে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন।

এসময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তারা জানান, সিলেটের এ দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে এম এ মালিকের আগ্রহে এবং জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ। এরই মধ্যে প্রয়োজনীয় প্রচারণা শেষ।

এম এ মালিক বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় নেতারা সিলেটের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এটি মির্জা ফখরুলের ফ্যাসিস্টমুক্ত দেশে প্রথম সিলেট সফর।’

এদিকে, এই সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। সফরের প্রস্তুতি হিসেবে গত শনিবার একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সপ্তাহখানেক ধরে যে প্রচারণা চালানো হয়েছে তা যথেষ্ট। আমরা এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অবশ্যই সফল হবে। তিনি বলেন, বৃষ্টির কারণে ৫০ হাজার বা এক লাখ লোকের সমাগম করা যেতে পারে এমন কোনো খোলামেলা জায়গায় আমরা আলোচনা সভার আয়োজন করতে পারিনি। আমাদের সামনে এই সানরাইজ কমিউনিটি সেন্টার ছাড়া অন্য কোনো সুযোগ ছিল না। আমি আশা করি, এখানেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা সফল করা সম্ভব। তিনি আরও বলেন, দোয়া ও আলোচনা সভা শেষে সিলেটের অভিজাত হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণহত্যার শিকার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে হত্যাকাণ্ড / স্বীকারোক্তি দেননি ‘অন্যতম পরিকল্পনাকারী’ বাচ্চু

হবিগঞ্জের বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা সাকিব গ্রেপ্তার

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধের পর নাটকীয়তা

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

০৭ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৭ জুলাই : আজকের নামাজের সময়সূচি

সোমবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

১০

৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

১১

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

১২

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

১৩

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

১৪

‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প

১৫

খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

১৬

রকেটচালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

১৭

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

১৮

জুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

নৌপথে চাঁদাবাজি, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

২০
X