ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে ২০০ কোচ কিনছে রেলওয়ে

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। ছবি : কালবেলা
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। ছবি : কালবেলা

ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ ডিজেল কারখানা এবং ঈশ্বরদী ‘জংশন স্টেশন’ পরিদর্শন শেষে এ তথ্য দেন তিনি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতিতে ভুগছে। ভারত থেকে একটি প্রকল্পের মাধ্যমে ২০০ কোচ নিয়ে আসার কথা রয়েছে। ডিজাইনগুলো ফাইনাল করেছি, তারপর তারা বানিয়ে আমাদের দেবে। তারা এ বছরের শেষে ২০টি এবং আগামী বছরের মার্চ মাসে আরও ২০টি কোচ দেবে। এভাবে ধাপে ধাপে ২০০ কোচ আসবে।

তিনি আরও বলেন, একটা ট্রেন চালাতে অনেক ধরনের কোচ লাগে। শুধুই এসি কোচ কিংবা শোভন চেয়ার দিয়ে তো ট্রেন চলে না। তাই কোচগুলো আসলেই আমরা পাবনা-ঢাকা রুটে একটি ট্রেন চালানো শুরু করতে পারব।

রেলপথ সচিব বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি লোকসানি খাত। এটা ঠিক রেলওয়ে সেবাধর্মী প্রতিষ্ঠান সরকারের। আমরা মানুষকে সেবা দিচ্ছি। রেলওয়েতে কন্টেইনার এবং মালবাহী ট্রেন চালিয়ে সরকারের কিছু রাজস্ব আসে। আমাদের রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পর্যাপ্ত শ্রমিক সংকট আছে, কোচ স্বল্পতা আছে, লোকোমোটিভ স্বল্পতা আছে, আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।

এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, অতিরিক্ত মহাব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, বিভাগীয় প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খাঁন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমাডেন্ট মোহাম্মদ রেজওয়ান উর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, সেতু প্রকৌশলী- আনোয়ার হোসেন, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এমএম রাজিব বিল্লাহ, বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদার (ক্যারেজ) রবিউল ইসলাম প্রমুখ।

এর আগে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম পাবনা শহর থেকে সড়কপথে দুপুরে পাবনার ঈশ্বরদীর লোকোমোটিভ ডিজেল কারখানা এসে উপস্থিত হলে রেলওয়ে কর্মকর্তা- কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে রেলপথ সচিব ঈশ্বরদী লোকোশেড, রেলওয়ে ক্যারেজ ডিপো ও ঈশ্বরদী জংশন স্টেশন পরিদর্শন করে বিভাগীয় রেলওয়ের সদর দপ্তর পাকশীতে যান।

আমরা চেষ্টা করছি, তবে খুব তাড়াতাড়ি না। তবে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা পাবনা থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন আগে দেব। ' হোক না সময় লাগুক, তবুও শুরু হোক ।

রেলপথ সচিব ফাহিমুল ইসলাম ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও বলেন, ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে যখন পাবনার ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মিত হয়েছিল, পরিকল্পনা ছিল, রাজবাড়ীকে কানেক্ট করে ওয়াই সেতু দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া। কিন্তু ওয়াই সেতু নির্মাণ খরচ কার্যকর হবে না। এখন ঢালারচর থেকে পাচুরিয়া হয়ে রাজবাড়ি হয়ে আমরা পদ্মা ব্রিজে যদি কানেক্ট করতে পারি, একটি ব্রিজ লাগবে। এটা আগামী ৪-৫ বছর পর আমাদের পরিকল্পনা রয়েছে। ওয়াই ব্রিজের বদলে মানিকগঞ্জের কাছে রাজবাড়ীকে টাচ করে একটি বড় ব্রিজ নির্মাণ করে ঢালারচরের সঙ্গে মানিকগঞ্জ দিয়ে ঢাকা যাওয়া। আমিন বাজার থেকে মেট্রো হবে। তাই মেট্রো কানেকশন ধরিয়ে দেওয়া। ঢাকার চারপাশের জেলা শহরগুলোর মধ্যে শুধুই মানিকগঞ্জ রেলের যোগাযোগ নাই। এখানে খুব জরুরি। এটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ফখরুল-বুলুসহ ২৯ জনকে অব্যাহতি

খিটখিটে মেজাজ দূর করার ৭ সহজ উপায়

ট্রলারে জলদস্যুদের হামলা, এক জেলে অপহরণ

ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর ও আগুন

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য চায় বিজিবি

ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন ১২ তরুণ

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘১০ সেকেন্ডের ফলো ব্যাক’ কী

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম জাহাজ 

ফের পুলিশে বড় রদবদল

৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

১০

সাবেক এমপি পাভেল রিমান্ডে 

১১

প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি

১২

স্বাধীন চলচ্চিত্রের পোস্টার বয়কে জন্মদিনের শুভেচ্ছা

১৩

এশিয়া কাপের ম্যাচে ভারত-পাকিস্তানের এমনটা করার কারণ কী

১৪

আপনার শিশুর এই লক্ষণগুলো কিডনির ঝুঁকির ইঙ্গিত দিতে পারে

১৫

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

‌‌‘তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না’

১৭

বাগেরহাটে ঢিলেঢালা হরতাল, বন্ধ দূরপাল্লার যানবাহন 

১৮

সহিংসতার প্রতীক হিসেবে পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞা ব্রিটেনের

১৯

দোকান থেকে বাড়ি ফিরছিলেন মানিক, পথে কুপিয়ে হত্যা

২০
X