দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়তেই মিলল কলসভর্তি মুদ্রা

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে পাওয়া গেল ইতিহাসের টুকরো। একটি পিতলের কলস ভরা প্রায় ২২ কেজি রুপার মুদ্রা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন। খননকালে মেশিনের সঙ্গে উঠে আসে একটি ভারি কলস। সেটি খুলে দেখা যায় কলস ভর্তি ঝকঝকে রুপার কয়েন।

জানা গেছে, মুদ্রাগুলো ১৮৬৫ থেকে শুরু করে ১৯০২, ১৯১০ সাল অর্থাৎ ব্রিটিশ আমলের (ইস্ট ইন্ডিয়া কোম্পানির) রুপার মুদ্রা। গুনে দেখা যায় মোট ১ হাজার ৮৭৬টি কয়েন। স্থানীয় স্বর্ণকাররা বলেছেন, রুপা হিসেবে এর এক একটি মুদ্রার দাম ১৫শ থেকে ১ হাজার ৮শ টাকা। এটি হয়তো প্রচলিত মূল্য কিন্তু ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার বর্তমান মূল্য আরও কয়েক গুণ বেশি।

এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ভিড় জমায়। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলস ও কয়েনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কয়েনগুলোর ওজন করলে দেখা যায় সেগুলোর মোট ওজন ২১ কেজি ৯০০ গ্রাম।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে কার্পাসডাঙ্গা গ্রামের মৃত দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন স্থানে তার নিজের জমিতে দোকান নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিল। মাটি কাটার একপর্যায়ে সকাল ৯টার দিকে ড্রেজার মেশিনে একটি পিতলের কলস উঠে আসে। তখন তারা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ কলসটি জব্দ করে স্থানীয় সংবাদকর্মীদের সামনে খুলে ওজন করে। যার ওজন প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম।

এ বিষয়ে সহিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান মানিক বলেন, আমরা দোকান নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটাচ্ছিলাম। এ সময় প্রায় ৪ ফুট গভীর থেকে মেশিনের সঙ্গে একটি পিতলের কলস উঠে আসে। ওই কলসে কয়েন দেখতে পেয়ে আমরা কার্পাসডাঙ্গা স্থানীয় ফাঁড়ি পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে কলসটি উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মাটি খুঁড়তে গিয়ে রুপার কয়েন পাওয়া গেছে জানতে পেরে স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেগুলো জনসম্মুখে খুলে ওজন করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি। এগুলো আবার পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামুদ্রিক ঝড়টি ‘সুপার টাইফুনে’ পরিণত হতে পারে, আঘাত হানবে কবে?

সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেবে পাকিস্তান?

সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রাজিব আহসান

আবাসিক হোটেলে মিলল মাসুমের মরদেহ

‘অন্তর্বর্তী সরকারের ৯৫ ভাগ প্রস্তাবনা আড়াই বছর আগে বিএনপি দিয়েছে’

বিদেশি নাগরিকের কাছে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার

নদের পাড় থেকে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার

দেখে নিন শবনম ফারিয়ার বিয়ের ১৩ ছবি

আ.লীগকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে : হেলাল

‘সবার পরামর্শে সরকার গঠন করলেও, ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে’

১০

অর্ধশত নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

১১

সংবিধানের তো কোনো দোষ নেই : জাহিদ হোসেন

১২

ভারতে বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি, বিক্রি হচ্ছে কততে?

১৩

যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান

১৪

হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন : অর্থ উপদেষ্টা 

১৫

বিশ্বের সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ জাপানে, পাচ্ছেন সম্মাননা

১৬

জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে সাবেক টাইগার পেসার

১৭

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৮

টানা ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ২৪ দফা ইশতেহার ঘোষণা

২০
X