বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জেলায় মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠেনর নেতাদের মিলনমেলা।
মানবিক কাজে সারাদেশের পরিচিত মুখ কৃষি চিত্রপুরী রফিকুল ইসলাম মানিক (র.ই মানিক), ফেসবুক আইকন খ্যাত দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস ও সুখপাখির পরিচালক শেখ রজবসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের উপস্থিত আলোচনা এবং কেক কাটা হয়।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শহরের নিউ ঢাকা রোডস্থ কালবেলা জেলা প্রতিনিধির কার্যালয়ে দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক এবং প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল হামিদ খান হীরার সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কালবেলার সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস।
এতে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষি চিত্রপুরী নামে মানবিক সংগঠনের প্রধান ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক।
স্টার নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ রজব এবং সদস্য সচিব মামুন বিশ্বাস।
চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কালবেলাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাবেক সহসভাপতি এস এম তফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক গাজী এস এইচ ফিরোজী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নাজমুল হাসান, কালবেলার রায়গঞ্জ প্রতিনিধি নুরুল হক নয়ন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কালবেলা যখন বের হয় তখন এর লোগোতে ঘড়ির কাঁটাই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে আমরা দেখেছি যে কালবেলা যে কোনো সংবাদ দ্রুত সময়ে আপলোড করে। শুধু দ্রুত সংবাদ প্রকাশ করাই সেরা সাংবাদিকতা তা নয়, কালবেলার সাংবাদিকতার মধ্যে সত্য রয়েছে। আমরা দেখেছি গত কয়েক বছরে ফেক নিউজ নিয়ে রিউমার স্ক্যানারের যে তালিকা করে সেখানে কালবেলা সবার নিচে থাকে। কালবেলার সাংবাদিকরা ইয়াং এবং এক্টিভ। দ্রুত সময়ের মধ্যে সঠিক নিউজটা তুলে ধরে।
অনুষ্ঠানে আমাদের সময় ও জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, বাংলাটিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিম, প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব মুন্না, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হুমায়ন কবির সোহেল, স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য ইসমাইলে হোসেন, কালবেলার উল্লাপাড়া প্রতিনিধি শাহ আলী জয়, কাজিপুর প্রতিনিধি মিজান রহমান, বেলকুচি প্রতিনিধি পারভেজ আলী, কামারখন্দ প্রতিনিধি আমিরুল ইসলাম ও শাহজাদপুর প্রতিনিধি জহুরুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন