কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘একটি স্বার্থান্বেষী মহল আনট্রাসটেড সাবমেরিন ক্যাবল সিস্টেম সংযোগের চেষ্টা করছে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি স্বার্থান্বেষী মহল আনট্রাসটেড সাবমেরিন ক্যাবল সিস্টেম সংযোগের চেষ্টা করছে, যা দেশের সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশ এ ধরনের অনির্ভরযোগ্য সংযোগ সম্পর্কে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ব্যতীত ‘ব্যান্ডউইডথ ঘাটতি’ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। দক্ষতা, সুনাম ও ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এতে বলা হয়, বর্তমানে বিএসসিপিএলসি দুটি ট্রাস্টেড সাবমেরিন ক্যাবল সিস্টেম- সিমিউই-৪ এবং সিমিউই-৫ সফলভাবে পরিচালনা করছে। এই দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস, যার মধ্যে ৪,২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং অতিরিক্ত ৩,০০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা রয়েছে। চাহিদার ভিত্তিতে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করাও সম্ভব।

এতে আরও বলা হয়েছে, দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিএসসিপিএলসি তৃতীয় ট্রাস্টেড ক্যাবল প্রকল্প সিমিউই-৬ বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই ক্যাবল চালু হলে, কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০,০০০ জিবিপিএস (৩০ টেরাবিট) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ব্যতীত ‘ব্যান্ডউইডথ ঘাটতি’ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ বা আন্তর্জাতিক কানেক্টিভিটির চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই। এ ছাড়া, একটি স্বার্থান্বেষী মহল আনট্রাসটেড সাবমেরিন ক্যাবল সিস্টেম সংযোগের চেষ্টা করছে, যা দেশের সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশ এ ধরনের অনির্ভরযোগ্য সংযোগ সম্পর্কে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। বাস্তবে, বর্তমানে দেশে কোনো ব্যান্ডউইডথ সংকট নেই; বরং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র প্রায় ৩,০০০ জিবিপিএস (৩ টেরাবিট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি এখন অত্যন্ত গ্রাহক-বান্ধব ও দ্রুত সেবা প্রদানে সক্ষম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি সন্মানিত সকল অপারেটর ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছে- বিভ্রান্তিকর প্রচারে প্রভাবিত না হয়ে, দেশের নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাস্টেড সাবমেরিন ক্যাবল সিস্টেম- সিমিউই-৪ এবং সিমিউই-৫ থেকে ব্যান্ডউইডথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আটটি ফ্লাইট নামল চট্টগ্রামে

সাব্বিরের কাটা মাথা উদ্ধার, লোমহর্ষক বর্ণনায় উঠে এলো ভয়ংকর তথ্য

রোববার জুলাই সনদে স্বাক্ষর করবে আরও এক দল

বিশেষ অডিও বার্তায় যা বললেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

আগুন লাগার ঘটনা নিয়ে সারজিসের পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন, জানালেন মির্জা ফখরুল

ভারতে এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে আহত ৭

হরিণের ৪৫ কেজি মাংস জব্দ

১০

শাহজালালে আগুন : সর্বশেষ তথ্য জানাল বেবিচক

১১

তরুণদের মাঝে কীভাবে এত জনপ্রিয় হয়ে উঠল ‘ব্যাচেলর পয়েন্ট’

১২

শাহজালালে আগুন / ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে যোগ দিল বিজিবি

১৩

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

১৪

নারী সাংবাদিককে ধর্ষণে ৩ আসামির বিরুদ্ধে চার্জশিট 

১৫

গরু ও টাকা নিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

১৬

রাস্তায় নয়, কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে : মির্জা ফখরুল

১৭

লামায় কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

১৮

আবারও ব্যাটিংয়ে ভরাডুবি বাংলাদেশের

১৯

নাফ নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

২০
X