

খুলনার পাওয়ার হাউস মোড় ও বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নগরীর দুই স্থানে মিছিলটি বের করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
জানা গেছে, লবণচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে ঝটিকা মশাল মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতারা সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে।
সোনাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়, পাওয়ার হাউস মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে আটক করে।
এ বিষয়ে কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, ১৩ তারিখকে কেন্দ্রকে নগরীতে পুলিশ ব্যাপক নিরাপত্তা নিয়েছে। এর আগে নগরীতে পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে। ওই দিন নগরীতে সাদা পোশাকে ডিবি পুলিশ এবং মোবাইল টিম রাস্তায় থাকবে।
মন্তব্য করুন