

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামীতে আপনারা ধানের শীর্ষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী না করেন বিএনপি ক্ষমতায় এলেও এই এলকার উন্নয়নের ধারাবাহিকতার সুযোগ কমে যাবে। আপনাদের সন্তান, এলাকায় উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কথা চিন্তা করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন এটা আমার প্রত্যাশা।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ কাশিয়ানীর পারুলিয়া জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পারুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, আমি দেখেছি বিভিন্ন পারিবারিক কোলাহলে অনেক সময় নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে, আজ থেকে এই পারুলিয়া ইউনিয়নে নিরীহ নিরাপরাধ মানুষ যেন ন্যূনতম কোনো হয়রানির শিকার না হয় সে জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। কোনো নিরীহ মানুষকে নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়া যাবে না।
পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধাসহ প্রমুখ
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, কাশিয়ানী উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান পাবেলসহ প্রমুখ।
মন্তব্য করুন