

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহমেদ, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী জালালুদ্দিন আহমদ এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ।
অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া এবং দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম রাসেল ও মোহাম্মদ গোলাম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার কথা জানিয়েছেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া জানান, মনোনয়নপত্রে তিনি একটি পুরাতন হলেও সচল ব্যাংক হিসাব উল্লেখ করেছিলেন। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
তিনি বলেন, মনোনয়নপত্রে সদ্য খোলা ব্যাংক হিসাব উল্লেখ করতে বলা হয়েছে। তবে আমি আপিল করে প্রার্থিতা বৈধ করার চেষ্টা করব।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম রাসেল বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। তার মনোনয়নপত্রে একটি স্বাক্ষরের ঘাটতি ও একটি ভোটারের তথ্যে ব্যত্যয় থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
তিনি দাবি করেন, প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। বিষয়টি নিয়ে তিনি আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, শরীয়তপুর-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই–বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।
মন্তব্য করুন