বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরছেন গীতিকার ডা. সাবরিনা রুবিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজ দেশের গণ্ডি পেরিয়ে সাহিত্য ও সঙ্গীতে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেছেন বাংলাদেশের খ্যাতিমান কবি, লেখক ও গীতিকার ডা. সাবরিনা রুবিন।

রাশিয়া, আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তার সাহিত্য, সংগীত এবং মানবিক কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রশংসিত। এবার তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী শুভমিতা। গানটির শিরোনাম- ‘এখানেই সব কিছু শেষ হোক।’ এটির সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক দেব গৌতম। গানটি মিউজিক ভিডিও আকারে ইতোমধ্যে মুক্তি পেয়েছে।

দর্শক-শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে এই সাবরিনা রুবিনের লেখা নতুন এই গানটি। এটি দেব গৌতম ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশ পাবে সাবরিনা রুবিনের লেখা ঊষা উত্থুপের গাওয়া নতুন একটি গান। ডা. সাবরিনা রুবিন মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি সাহিত্যেও সমানভাবে দক্ষ। তার ইংরেজি কাব্যগ্রন্থ ‘লিমিটলেস লাভ’ এবং ‘সাডেন স্প্রিং অ্যাগেইন’ আন্তর্জাতিক পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

বাংলায় প্রকাশিত ‘নিষিদ্ধ নির্বাসন’, ‘মাত্রাহীন সমীকরণ’ এবং ‘বিহঙ্গী’ বইগুলো বাংলা সাহিত্যপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বজুড়ে তার পিকটোরিয়াল পোয়েট্রি এবং মেন্টাল হেলথ পোয়েট্রি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা বাংলাদেশে লেখকদের মধ্যে এই প্রথম। মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক কবিতায় সাবরিনা রুবিন বাংলাদেশের একমাত্র লেখিকা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। উনি প্রথম বাংলাদেশে পিকটোরিয়াল পোয়েট্রিতে ২০২০ সালে সম্মানিত হন।

দেশীয় সংগীত জগতেও সাবরিনা রুবিনের পদচারণা সমানভাবে শক্তিশালী। তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেছেন। এর পাশাপশি তামিল সিনেমায় বাংলা গীতিকথা লিখেছেন।ভারতের কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা ও উষা উত্থুপ, দেব গৌতম তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশে তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন শুভ্র দেব।এছাড়াও শান শায়খ এবং তাসনিম স্বর্ণা তার লেখা গান গেয়েছেন।

সাহিত্য অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. সাবরিনা রুবিন পেয়েছেন ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ও মোটিভেশনাল স্ট্রিপস অনার, মুনির মেজিয়েদ অ্যাওয়ার্ড ইন লিটারেচার, তাজাকিস্তানের সিপে অ্যাওয়ার্ড, রবীন্দ্রনাথ সম্মাননা সহ অনেক আন্তর্জাতিক সম্মাননা।

তিনি রোমানিয়ার আন্তর্জাতিক সংগঠন মুনির মেজিয়েদ ফাউন্ডেশনের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির সক্রিয় সদস্য। এই বছর আমেরিকার জার্নালে প্রকাশিত হয়েছে কার্ল স্কারওয়ার্থ এং সাবরিনা রুবিনের কোলাবরেশন ‘গডেস অফ গ্রিন’ ছবি কবিতাটি। এছাড়াও অ্যামাজন প্রকাশ করেছে তার লেখা গায়ক শুভ্র দেবের বায়োগ্রাফি।

এছাড়াও সাবরিনা রুবিন পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (BIFA), বাংলাদেশ অ্যাচিভার্স আওয়ার্ড এবং সর্বশেষ তিনি ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ 'রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২' সম্মাননায়।

অন্যদিকে, আধুনিক বাংলা গান ও গজল সংগীতে ভারতের উজ্জ্বল নক্ষত্র শুভমিতা ব্যানার্জি দীর্ঘ তিন দশক ধরে সংগীতভুবনে অটল অবস্থান ধরে রেখেছেন। আধুনিক গান, গজল, শাস্ত্রীয় সংগীত - সবক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। শুভমিতা'র গাওয়া এক ডজনেরও বেশি জনপ্রিয় অ্যালবাম এবং দুই শতাধিক টেলিসিরিয়াল ও চলচ্চিত্রে কণ্ঠদান তাকে উপমহাদেশের অন্যতম নন্দিত কণ্ঠশিল্পীতে পরিণত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান

২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

না ফেরার দেশে এম. এ. মান্নান

নতুন বছরে তারকাদের প্রত্যাশা

গরম খাবারে লেবু দিয়ে খেলে যা হয়

সুখবর পেলেন বিএনপির এক নেতা

ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদ

সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পা ফসকে স্ত্রী, অতঃপর...

প্রযুক্তিতে উচ্চশিক্ষার নতুন দ্বার: বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন দিল ইউজিসি

১০

এইচএসসি পাশে সারোয়ার তুষার পেশায় লেখক

১১

ভিপি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান

১২

চাকরি ছাড়লেন চেলসি কোচ মারেস্কা

১৩

জয়শঙ্করের সফরকে যেভাবে দেখতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪

খালেদা জিয়ার আসনে ধানের শীষের কাণ্ডারি রফিকুল আলম 

১৫

নিজের দাঁত নিজেই নষ্ট করছেন নাতো

১৬

নওগাঁয় বই পায়নি মাধ্যমিকের ৩০ শতাংশ শিক্ষার্থী

১৭

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরছেন গীতিকার ডা. সাবরিনা রুবিন

১৮

নতুন বছরে সুস্থ থাকতে কিছু সহজ পরামর্শ

১৯

আ.লীগ থেকে জামায়াতে এলে সব দায়িত্ব নেওয়া হবে : লতিফুর রহমান

২০
X