

নতুন বছরের প্রথম প্রহরেই ঝলমলে হয়ে উঠেছে রুপালি দুনিয়া। ২০২৫-কে বিদায় জানিয়ে ২০২৬-কে বরণ করতে বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি—সবখানেই যেন উৎসবের রোশনাই। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড ভরে গেছে হাসি, কৃতজ্ঞতা আর নতুন শুরুর অঙ্গীকারে। কারিনা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কাজলদের উষ্ণ শুভেচ্ছার পাশাপাশি কেউ শেয়ার করেছেন উদ্যাপনের রঙিন মুহূর্ত, কেউবা ফিরে তাকিয়েছেন গত বছরের মধুর স্মৃতিতে। অন্যদিকে আল্লু অর্জুন, কমল হাসানের মতো দক্ষিণী তারকারা হৃদয়ছোঁয়া বার্তায় নতুন বছরের আশা আর ইতিবাচকতার আলো ছড়িয়ে দিয়েছেন—যেন ২০২৬ শুরু হলো তারকাদের আবেগ আর আনন্দের জোয়ারে। লিখেছেন- তামজিদ হোসেন।
কাজল
স্বামী অজয় দেবগনের সঙ্গে নতুন বছরের উদ্যাপনের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী কাজল লিখেছেন, ‘সবার জন্য শুভ নববর্ষ। গত বছর আমাদের যা দেখিয়েছে, তা হলো—জীবন খুবই মূল্যবান এবং অনিশ্চিত। তাই এমনভাবে বাঁচুন, যেন জীবনের সত্যিই কোনো অর্থ আছে।’
কারিনা কাপুর
নতুন বছরে কারিনা কাপুর স্বামী সাইফ আলি খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সাইফকে ঘিরে ঘটে যাওয়া ছুরি হামলার ঘটনার কথা স্মরণ করে দীর্ঘ একটি নোট লিখেছেন। তিনি লিখেছেন, ‘যখন আমরা বসে ভাবছি যে বছরের শেষ দিনটায় এসে পৌঁছেছি… তখন মনে হচ্ছে, আমরা এতটা পথ পেরিয়ে এসেছি।
২০২৫ সাল আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি বছর ছিল, তবুও আমরা মাথা উঁচু করে, হাসতে হাসতে আর একে অপরকে আঁকড়ে ধরে সেই সময় পার করেছি। আমরা অনেক কেঁদেছি, অনেক প্রার্থনা করেছি, আর আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি।
২০২৫ আমাদের শিখিয়েছে মানুষের মন ভয়কে জয় করতে পারে, ভালোবাসাই শেষ পর্যন্ত সবকিছু জয় করে এবং শিশুরা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সাহসী।’
তিনি আরও বলেন, ভক্তদের, বন্ধুদের এবং যারা আমাদের পাশে ছিলেন ও এখনো সমর্থন দিয়ে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর সর্বোপরি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। আমরা ২০২৬ সালে পা রাখছি নতুন উদ্দীপনা, গভীর কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব নিয়ে, আর যে কাজটি আমরা সবচেয়ে ভালোবাসি, সিনেমা, সেটার প্রতি অমর আবেগকে সঙ্গে নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
ঈশা দেওল
এদিকে নতুন বছরে ঈশা দেওল তার পোস্টে বাবা ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি দুটি ছবি শেয়ার করেছেন। দ্বিতীয় ছবিতে ঈশাকে আকাশের দিকে আঙুল তুলতে দেখা যায়, যেখানে ভেসে উঠেছে ‘লাভ ইউ পাপা’। ক্যাপশনে ঈশা লিখেছেন, ‘সব সময় আশীর্বাদপুষ্ট থাকো, সুখী, সুস্থ ও শক্ত থাকো’।
সিদ্ধার্থ মালহোত্রা
নতুন বছরে সিদ্ধার্থ মালহোত্রা ২০২৫ সালের কিছু মিষ্টি মুহূর্তের ঝলক শেয়ার করে লিখেছেন, ‘শুটিং সেট আর বাড়ির মাঝামাঝি কোথাও গিয়ে জীবন যেন চিরদিনের জন্য বদলে গেছে আর তা আরও ভালোভাবে। জীবনে যুক্ত হয়েছে নতুন এক গভীরতা, নরম এক শক্তি, যা হয়ে উঠেছে পৃথিবীটাকে একটু ভিন্নভাবে দেখার এক কারণ। এই বেড়ে ওঠা, এই অনুগ্রহ আর সিনেমার জন্য আমি কৃতজ্ঞ। চিয়ার্স ২০২৫! পূর্ণ হৃদয়, আরও স্পষ্ট লক্ষ্য আর অফুরন্ত কৃতজ্ঞতা নিয়ে ২০২৬-এ পা রাখছি। সবাইকে শুভ নববর্ষ। অনেক ভালোবাসা।’
আল্লু অর্জুন
নতুন বছরকে স্বাগত জানিয়ে দক্ষিণী তারকা আল্লু অর্জুন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক উষ্ণ বার্তায় তিনি বলেন, বছরজুড়ে পাওয়া যাত্রা, শিক্ষা ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি প্রতিটি পর্বে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে আল্লু অর্জুন জানান, ভক্তদের বিশ্বাসই তাকে প্রতিদিন শক্তি ও লক্ষ্য জোগায়। সামনে আসা নতুন অধ্যায় শুরু করতে তিনি উদ্দীপনা ও আশাবাদ নিয়ে তাকিয়ে আছেন বলেও উল্লেখ করেন।
কমল হাসান
নতুন বছরে নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কমল হাসান লিখেছেন, ‘আরেকটি নতুন বছর সামনে। আগের বছরের চেয়ে আরও ভালো, আরও সদয় ও আরও প্রজ্ঞাবান হয়ে ওঠার আরেকটি সুযোগ। উৎকর্ষতা হলো চলমান এক সাধনা। একটি উৎকৃষ্ট নতুন বছর কামনা করি। প্রতিটি আগামীর দিনই সুযোগে ভরা—তা কাজে লাগান। আপনার সব প্রচেষ্টা যেন আপনাকে সুখী করে তোলে।’
মন্তব্য করুন