

দক্ষিণ রাউজানের উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, পাহাড়তলি ও কদলপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মহিলা নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর বিভারলি হিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ সভা সঞ্চালনা করেন অ্যাড. ফারহানা আক্তার চৌধুরী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মোহাম্মদ জসীম।
সভায় বক্তারা নারী নেতৃত্বের সক্রিয় ভূমিকা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নাসিম উদ্দিন চৌধুরী, সেলিম নুর, দিদারুল আলম, আনোয়ার হোসেন, জসীম উদ্দীন, আব্দুল মান্নান, আনোয়ার আজিম, মো. ফারুক, মোহাম্মদ জুয়েল, এন এ বাবুল, আব্বাস উদ্দিন, মোহাম্মদ সাবের, মো. আলমগীর, শাকিল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা আক্তার চৌধুরী, আজাদ আক্তার নাসরিন, পেয়ারু বেগম, মেহুরুন্নেসা রানী, নার্গিস আক্তার, রেশমিন আক্তার, মিনু আক্তার, শাহেদা বেগম, লিমা আক্তার, শাহনাজ আক্তার, মুন্নি আক্তার, সালমা আক্তার, রাশেদা বেগম, জুলেখা বেগম, শেলী আক্তার, কোহিনুর বেগম, যমুনা বেগম, রেহানা আক্তার, বানু আক্তার, ওয়াহিদ সুলতানা, নুরনাহার বেগম, কামরুন নাহার, সখিনা বেগম ও পারুল আক্তার।
মন্তব্য করুন