মানিকগঞ্জের সিঙ্গাইরে পিস্তল দেখিয়ে ছেলের শ্বশুরকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুজিবুর রহমান (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে।
রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চারিগ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই দিনই ভুক্তভোগী মহিবুর রহমান সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী মুজিবুর রহমানের একাধিক লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে।
ভুক্তভোগী মহিবুর রহমান জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মুজিবুর রহমানের সঙ্গে আমার বিরোধ চলছিল। গত রোববার চারিগ্রামের শেখপাড়া মসজিদের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে তিনি পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেন।
অভিযুক্ত মুজিবুর রহমান বলেন, আমাদের মধ্যে কথাকাটাকাটির হয়। অস্ত্র প্রদর্শনের কোনো ঘটনা ঘটেনি।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ভুক্তভোগী মহিবুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন