কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের হামলা পূর্বপরিকল্পিত, সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা

সংবাদ সম্মেলন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। ছবি : কালবেলা

কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলা পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

শুক্রবার (১৩ অক্টোবর) নগরীর ঠাকুরপাড়া এলাকায় শ্মশান কালী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস বকশী।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের পূর্বঘোষিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল প্রতিহতের অংশ হিসেবে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে এই হামলা চালিয়েছে।

লিখিত বক্তব্যে চার দফা দাবি জানানো হয়। এগুলো হচ্ছে- অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, এমপি বাহাউদ্দিন বাহারের দেওয়া শারদীয় দুর্গাপূজাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহার করতে হবে, দুর্গাপূজার আগে ও পরে ঐক্য পরিষদের নেতাদের ওপর চোরাগুপ্তা হামলা যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ সাহাসহ যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে এমপি বাহারের বক্তব্যের ইস্যুতে সংগঠনের অবস্থানের বিরোধিতা করার অভিযোগ এনে কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত এক বিবৃতিতে কুমিল্লা মহানগরের সভাপতি শিব প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটুর পদ স্থগিত করার তথ্য জানানো হয়।

একই সঙ্গে কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রথম সহসভাপতি অমল দত্তকে ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি শিব প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটুকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আগামী ১৫ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

মিছিলে হামলা প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, আমরা আহতদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনাসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১০

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১১

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১২

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৩

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৪

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৫

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৬

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৭

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৮

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৯

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

২০
X