ঝিনাইদহের শৈলকুপায় ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন হত্যাকাণ্ডের ঘটনায় ৩২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে নিহতের ভাই আহমেদুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলাটি দায়ের করেন।
হত্যার তিন দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত রোববার রাত ৩টার দিকে থানা থেকে বাড়ি ফেরার পথে আবাইপুর ওয়াবদার কাছে পৌঁছালে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমান রিপন উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। সে মিনগ্রামের আবুল কালাম শেখের ছেলে।
শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল জানান, ইউপি সদস্য রিপন হত্যার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। কোনো আসামি গ্রেপ্তার না হলেও তিনি বলেন আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন