আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সে জন্য জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নগরের আম্বরখানা এলাকায় একটি চেইন শপের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘তারা (বিএনপি) এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে ধরা পড়েছে। তার বিচার দেশের প্রচলিত আইনেই হবে। শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও-পোড়াও করেছে। পুলিশ, সাংবাদিককে নির্যাতন করেছে, হত্যা করেছে, আগুনসন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসব, না দিলে আসব না।’ সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’
এ সময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন