নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশ এখন এমন পর্যায়ে পৌঁছেছে, বিশ্বের বড় বড় দেশের নজর পড়েছে। তাই তারা এদেশকে ফিলিস্তিন ও গাজা বানাতে চায়। ফিলিস্তিনে নবজাতক শিশুকে গুলি করে হত্যা করা হলেও আন্তর্জাতিক মোড়লরা তা সমর্থন করছে। অথচ সেই মোড়লরাই বাংলাদেশ নিয়ে খেলতে চায়।’
সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, এখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্তম্ভ গার্মেন্টস সেক্টর। কিন্তু নতুন প্রজন্মের স্তম্ভ হবে আইসিটি সেক্টর। তারা যেন তথ্যপ্রযুক্তি খাতে মেধা অর্জন করে দেশকে এগিয়ে নিতে পারে। সেজন্য আমরা আইসিডি সেক্টরের প্রতি গুরুত্ব দিয়েছি। নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে মেধাবী করে গড়ে তুলতে আমি বর্তমান সংসদদের শেষ অধিবেশনে নারায়ণগঞ্জের লিংরোডের পাশে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব পাস করিয়েছি।
দেশের স্বাধীনতা যুদ্ধের বর্ণনা দিয়ে তিনি বলেন, আমার কষ্ট হয়, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে, যারা দেশের নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই রাজাকার, আলবদর ও জামায়াত ইসলাম এখনো দেশে রাজনীতি করে।
শামীম ওসমান বলেন, শিক্ষা ও চিকিৎসার জন্য নারায়ণগঞ্জবাসীর যেন ঢাকায় যেত না হয়, সে লক্ষ্যে কাজ করছি। স্কুল-কলেজ জীবন শেষ করে শিক্ষার্থীরা যেন এ জেলাতেই পড়াশোনা করতে পারে সেজন্য একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কাজ এগিয়ে নিচ্ছি। পাশাপাশি আধুনিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিচ্ছি।
কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
মন্তব্য করুন