আতাউর রহমান সবুজ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ভেঙে পড়েছে গিদারি নদীর ওপর নির্মিত সেতু

কুড়িগ্রামে গিদারি নদীর ওপর নির্মিত সেতু ভেঙে পড়ায় পাশে বাঁশের সাঁকো দিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে। ছবি : কালবেলা
কুড়িগ্রামে গিদারি নদীর ওপর নির্মিত সেতু ভেঙে পড়ায় পাশে বাঁশের সাঁকো দিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুরে পানির স্রোতে ভেঙে পড়া সেতুর বিকল্প রাস্তা তৈরি করে জনসাধারণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকল্প রাস্তাটি চলাচলের জন্য প্রস্তুত করা হয়। এর আগে ১৯ অক্টোবর ভোরে পানির তীব্র স্রোতে সেতুর নিচের মাটি সড়ে গিয়ে গিদারি নদীর সেতুটি ধসে পড়ে।

প্রায় ৫৫ বছর আগে পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত গিদারি নদীর ওপর গ্রামীণ সেতুটি নির্মাণ করা হয়। গত মার্চে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গিদারি নদীর খনন কাজ শুরু করেন। খননের কাজ এখনো চলমান রয়েছে। এতে নদীতে পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় সেতু ভেঙে পড়ে। ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন পান্ডুল ইউনিয়নের শতাধিক মানুষ। স্থানীয়রা জানান, কিছুদিন আগে সেতুটির পিলারের একাংশের মাটি পানির স্রোতে ধসে যায়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে স্কুলের শিক্ষার্থীসহ শতাধিক মানুষ চলাচল করত। কিন্তু গত ১৯ অক্টোবর বিকেলে সেতুটি হঠাৎ করে ধসে পড়ে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৫ থেকে ৬ গ্রামের প্রায় ১৬ হাজারের অধিক মানুষে। গ্রামগুলো হচ্ছে আমভদ্র, চিকলীরপাড়, সাতগ্রাম, হিন্দুপাড়া ও কাগজীপাড়া। পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত গিদারি নদীর উপর সেতুটি পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল বলে জানান ভুক্তভোগীরা।

অবশেষে পান্ডুল ইউপি চেয়ারম্যানের উদ্যেগে জনসাধারণের দুর্ভোগ কমাতে চলাচলের জন্য কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তৈরি করে ২৪ অক্টোবর সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। এখন উক্ত এলাকার শিক্ষার্থী, পেশাজীবী ও সাধারণ মানুষ অনায়াসে চলাচল করছেন।

উক্ত এলাকার শিক্ষার্থী প্রতিমা রানী, লক্ষ্মী রানী, পূজা রানী, ছালমা, জোসনাসহ অনেকেই বলেন, গিদারি নদীর ওপর সেতুটি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছিলাম। বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হতো। এখন অস্থায়ী বিকল্প রাস্তা হওয়ায় আমরা অনেক খুশি। ব্রিজটি পুনঃনির্মাণের জোর দাবি জানান তারা।

এলাকাবাসী জানান, সেতুটি ধসে পড়ায় প্রায় ৫ গ্রামের মানুষের চলাচলে বিঘ্ন ঘটেছিল। এ ছাড়া হালকা ও ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে তাদের ২ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এর কারণে সময় ও অর্থ দুয়ের অপচয় হয়েছিল। এখন পান্ডুল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অস্থায়ী বিকল্প রাস্তা তৈরি করে জনসাধারণের দুর্ভোগ কমিয়েছেন।

পান্ডুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আপাতত ব্যক্তিগত খরচে জনসাধারণের জন্য বিকল্প রাস্তা হিসেবে কাঠ ও বাঁশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সেতুটি ধসে পড়ার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী কে কে সাদেকুল আলম জানান সেতু পুনঃনির্মাণে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলে সেতুটি পুনঃনির্মাণ করা হবে।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ বিষয়ে বলেন, সেতুটি পুনঃনির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে প্রস্তাবনা পাঠানোর জন্য বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১০

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১১

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১২

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৩

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

১৪

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি : আইনজীবী

১৫

৬ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন গলার কাঁটা

১৬

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর

১৭

পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়ে শুভেচ্ছার নিদর্শন দেখালো ভারত

১৮

শহর পরিষ্কারের দায়িত্ব সবার নিতে হবে : ডিসি জাহিদুল

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক নিহত

২০
X