দিনাজপুরের খানসামায় আহসান হাবিব রাজু নামে যুবদলের এক নেতাকে প্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানিয়েছে, নাশকতার মামলায় রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজু উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে।
খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজুকে সোমবার আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন