গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) তাকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ নভেম্বর) তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাসন থানার ওসি ইব্রাহীম হোসেন।
বাবুল হোসেন মাগুরা সদর এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।
বাসন থানার ওসি ইব্রাহীম হোসেন বলেন, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন