বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

ব্রুস লিয়াং সিউ-লাং। ছবি : সংগৃহীত
ব্রুস লিয়াং সিউ-লাং। ছবি : সংগৃহীত

হংকং চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম কান্ডারি এবং মার্শাল আর্ট আইকন ব্রুস লিয়াং সিউ-লাং মৃত্যুবরণ করেছেন। গত ১৪ জানুয়ারি ২০২৬ চীনের শেনঝেনে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর চার দিন পর, ১৮ জানুয়ারি তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রুস লিয়াং সিউ-লাং ছিলেন হংকং সিনেমার ইতিহাসের সেই বিখ্যাত চারজন ‘ড্রাগন’-এর একজন, যারা বিশ্বজুড়ে কুং ফু সিনেমাকে জনপ্রিয় করেছিলেন। এই তালিকায় তার সঙ্গী ছিলেন কিংবদন্তি ব্রুস লি, জ্যাকি চ্যান এবং তি লুং। ১৯৭০-এর দশকে ক্যারিয়ার শুরু করা লিয়াং তার বাস্তবধর্মী এবং শক্তিশালী অ্যাকশনশৈলীর জন্য দ্রুত জনপ্রিয়তা পান।

ব্রুস লিয়াং-এর মৃত্যুতে হংকং ও চীনা মার্শাল আর্ট সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকে।

মৃত্যুর আগে নিজের অফিসিয়াল ডৌইন অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে একটি হৃদয়ছোঁয়া বার্তায় ব্রুস লিয়াং লেখেন, আমি খুব, খুব দূরের এক জায়গায় সিনেমার শুটিং করতে চলে গেছি। বিদায় না জানিয়েই চলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। মনে করে যে, আমি অনেক দূরের কোথাও একটি সিনেমার শুটিংয়ে গেছি।

তিনি আরও বলেন, আমি বিষয়টি গোপন রাখতেই চেয়েছিলাম, তাই আমার ঘনিষ্ঠ শিষ্য আগের মতোই নিয়মিত ভিডিও পোস্ট করে গেছে। আমার একটু রহস্য রাখতে ভালো লাগে। আমার হয়ে ভালোভাবে বেঁচে থেকো। ভালোবাসা সবসময়ই আছে। মনে রেখো, আমি তোমাদের সবাইকে ভালোবাসি।

প্রসঙ্গত, ১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করেন ব্রুস লিয়াং। পর্দায় তার বাস্তবধর্মী ও শক্তিশালী মার্শাল আর্ট স্টাইল দ্রুতই দর্শকের নজর কাড়ে। টেলিভিশন সিরিজ ‘দ্য লিজেন্ডারি ফক’ এবং ‘ফিস্ট অব ফিউরি’-তে দেশপ্রেমিক চরিত্র চেন ঝেনের ভূমিকায় অভিনয় করে এশিয়াজুড়ে জনপ্রিয়তা পান তিনি। আশির দশকে দীর্ঘ বিরতিতে গেলেও, ২০০৪ সালে স্টিফেন চৌ পরিচালিত ‘কুং ফু হাস্টল’-এ প্রত্যাবর্তনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আবারও তারকা হয়ে ওঠেন ব্রুস লিয়াং।

তার প্রয়াণে শোক জানিয়ে স্টিফেন চৌ ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেখেন, চিরদিন স্মরণে থাকবেন মিস্টার লিয়াং সিউ-লুং। জ্যাকি চ্যানও আবেগঘন বার্তায় স্মরণ করেন তাকে, উল্লেখ করেন তার বহুমাত্রিক মার্শাল আর্ট দক্ষতা ও সিনেমায় অনন্য অবদান।

ব্রুস লিয়াং সিউ-লাংয়ের প্রয়াণ কেবল একজন অভিনেতার বিদায় নয়, বরং মার্শাল আর্টভিত্তিক চলচ্চিত্রের এক স্বর্ণালি অধ্যায়ের পরিসমাপ্তি। পর্দায় তার শক্তিশালী উপস্থিতি, অনন্য লড়াইয়ের ভঙ্গি এবং শিল্পে অবদান আজও অনুপ্রেরণা হয়ে থাকবে নতুন প্রজন্মের শিল্পীদের কাছে। কিংবদন্তি এই অভিনেতা চলে গেলেও তার সৃষ্টি করা চরিত্র, স্মরণীয় অভিনয় এবং দর্শকদের প্রতি রেখে যাওয়া ভালোবাসা অমর হয়ে থাকবে চলচ্চিত্রের ইতিহাসে এবং অগণিত ভক্তের হৃদয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১০

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১১

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১২

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৩

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৪

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৫

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৬

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৭

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৮

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৯

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

২০
X